বিনোদন ডেস্ক
চলে গেলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মিতা হকের মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। তিনি জানান, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় এই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পীকে।
মিতা হকের জামাতা মুস্তাফিজ শাহীন জানান, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোও ছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি।
আজ বেলা ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হবে। এরপর কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর সম্পন্ন হবে।
প্রখ্যাত অভিনেতা খালেদ খানের সহধর্মিণী ছিলেন মিতা হক। তাঁর জন্ম ঢাকায়, ১৯৬২ সালের সেপ্টেম্বরে। মিতা হকের চাচা রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক।
প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। একক অ্যালবাম বেরিয়েছে ২৪টি। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুল রয়েছে মিতা হকের। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা হক।
চলে গেলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মিতা হকের মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। তিনি জানান, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় এই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পীকে।
মিতা হকের জামাতা মুস্তাফিজ শাহীন জানান, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোও ছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি।
আজ বেলা ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হবে। এরপর কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর সম্পন্ন হবে।
প্রখ্যাত অভিনেতা খালেদ খানের সহধর্মিণী ছিলেন মিতা হক। তাঁর জন্ম ঢাকায়, ১৯৬২ সালের সেপ্টেম্বরে। মিতা হকের চাচা রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক।
প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। একক অ্যালবাম বেরিয়েছে ২৪টি। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুল রয়েছে মিতা হকের। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা হক।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
৩ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
৪ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
৪ ঘণ্টা আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৬ ঘণ্টা আগে