বিনোদন প্রতিবেদক, ঢাকা
সমরজিৎ রায়ের নতুন গান ‘তার লাগিয়া’। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আজ গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ (facebook.com/samarjitroy.music) এবং ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic)-এ।
সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গানটি আমি ইচ্ছে করেই একটু ভিন্নভাবে সুর ও সঙ্গীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় গুণী শিল্পী। তাঁর জন্য বার বার গান লিখতে পেরে আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও এখন দারুণ। ‘‘তার লাগিয়া’’ গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস।’
শুদ্ধ গান চর্চার জন্য সমরজিৎ এই প্রজন্মে পরিচিত মুখ। দীর্ঘদিন ভারতে সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ে সংগীতবিশারদের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় সমরজিৎ অর্জন করেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড। পেয়েছেন আরও অনেক সম্মাননা। গান গেয়েছেন জগজিৎ সিং, অনুপ জলোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হৈমন্তী শুক্লা, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়ালের মতো খ্যাতিমান সংগীতজ্ঞদের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের শতাধিক মৌলিক গান।
সমরজিৎ রায়ের নতুন গান ‘তার লাগিয়া’। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আজ গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ (facebook.com/samarjitroy.music) এবং ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic)-এ।
সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গানটি আমি ইচ্ছে করেই একটু ভিন্নভাবে সুর ও সঙ্গীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় গুণী শিল্পী। তাঁর জন্য বার বার গান লিখতে পেরে আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও এখন দারুণ। ‘‘তার লাগিয়া’’ গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস।’
শুদ্ধ গান চর্চার জন্য সমরজিৎ এই প্রজন্মে পরিচিত মুখ। দীর্ঘদিন ভারতে সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ে সংগীতবিশারদের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় সমরজিৎ অর্জন করেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড। পেয়েছেন আরও অনেক সম্মাননা। গান গেয়েছেন জগজিৎ সিং, অনুপ জলোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হৈমন্তী শুক্লা, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়ালের মতো খ্যাতিমান সংগীতজ্ঞদের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের শতাধিক মৌলিক গান।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৮ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৯ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১৩ ঘণ্টা আগে