বিনোদন প্রতিবেদক, ঢাকা
লুৎফর হাসানের গানে পাওয়া যায় মধ্যবিত্ত জীবনযাপন ও আবেগ-অনুভূতির কথা। নাগরিক প্রেম-বিরহ তিনি যেমন সরল ভাষায় তুলে আনেন গানে, একইসঙ্গে থাকে প্রকৃতির বর্ণনাও। বৃষ্টি নিয়ে আগেও কয়েকটি গান করেছেন লুৎফর। এই আষাঢ়ের শেষপ্রান্তে তিনি দিলেন আরেকটি বৃষ্টিস্নাত সুখবর।
‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান আসছেন বর্ষার নতুন গান নিয়ে। ‘যদি বৃষ্টি নামে’ শিরোনামের এ গানে তাঁর সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আফরোজা রূপা। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘বৃষ্টির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গানটি লিখি। সুর করার পর গুনগুন করছিলাম। ধ্রুব দাদাকে শোনানোর পর তিনি পছন্দ করলেন। তারপর সংগীত পরিচালক তরিকের সঙ্গে বসে এটার মিউজিক ডিজাইন করা হয়। ক্ল্যাসিকের মেলবন্ধনের জন্য রূপার কণ্ঠ যুক্ত করা হয়েছে। ফলে একটা মনমতো বৃষ্টির গান তৈরি করা গেল।’
সংগীতশিল্পী আফরোজা রূপা জানান, তিনি মূলত ক্ল্যাসিকের শিল্পী। আধুনিক গানে যুক্ত হওয়াটা তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। গানের কথা, সুর, সংগীত ভালো লেগেছে বলেই গেয়েছেন। শ্রোতারা পছন্দ করলে আধুনিক গানে নিয়মিত হবেন বলে জানিয়েছেন রূপা।
গানের ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পীরাই। নান্দনিক সেটে সন্ধ্যার বৃষ্টির আবহে গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘যদি বৃষ্টি নামে’।
লুৎফর হাসানের গানে পাওয়া যায় মধ্যবিত্ত জীবনযাপন ও আবেগ-অনুভূতির কথা। নাগরিক প্রেম-বিরহ তিনি যেমন সরল ভাষায় তুলে আনেন গানে, একইসঙ্গে থাকে প্রকৃতির বর্ণনাও। বৃষ্টি নিয়ে আগেও কয়েকটি গান করেছেন লুৎফর। এই আষাঢ়ের শেষপ্রান্তে তিনি দিলেন আরেকটি বৃষ্টিস্নাত সুখবর।
‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান আসছেন বর্ষার নতুন গান নিয়ে। ‘যদি বৃষ্টি নামে’ শিরোনামের এ গানে তাঁর সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আফরোজা রূপা। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘বৃষ্টির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গানটি লিখি। সুর করার পর গুনগুন করছিলাম। ধ্রুব দাদাকে শোনানোর পর তিনি পছন্দ করলেন। তারপর সংগীত পরিচালক তরিকের সঙ্গে বসে এটার মিউজিক ডিজাইন করা হয়। ক্ল্যাসিকের মেলবন্ধনের জন্য রূপার কণ্ঠ যুক্ত করা হয়েছে। ফলে একটা মনমতো বৃষ্টির গান তৈরি করা গেল।’
সংগীতশিল্পী আফরোজা রূপা জানান, তিনি মূলত ক্ল্যাসিকের শিল্পী। আধুনিক গানে যুক্ত হওয়াটা তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। গানের কথা, সুর, সংগীত ভালো লেগেছে বলেই গেয়েছেন। শ্রোতারা পছন্দ করলে আধুনিক গানে নিয়মিত হবেন বলে জানিয়েছেন রূপা।
গানের ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পীরাই। নান্দনিক সেটে সন্ধ্যার বৃষ্টির আবহে গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘যদি বৃষ্টি নামে’।
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৪ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৫ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৬ ঘণ্টা আগে