বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১১ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১১ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১১ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৪ ঘণ্টা আগে