বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘একটুখানি সময় ইচ্ছে হলেই দিও, দেখব আকাশ বসে, পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিও, একটু সময় দিও’—ঈদ উপলক্ষে এমন প্রেমময় কথার গান নিয়ে হাজির হলেন ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।
গানটির গল্প ধরে একটি ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।
গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার সর্বশেষ মৌলিক গান ‘‘কি সুন্দর করে বললে’’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’
ইমরান বলেন, ‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথাপ্রধান গান লেখেন তিনি। আগেও বেশ কয়েটি গান করেছি উনার কথায়। এবার যুক্ত হলো টিনা। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’
শুনুন ইমরান-টিনার গান ‘ইচ্ছে হলেই দিও’
‘একটুখানি সময় ইচ্ছে হলেই দিও, দেখব আকাশ বসে, পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিও, একটু সময় দিও’—ঈদ উপলক্ষে এমন প্রেমময় কথার গান নিয়ে হাজির হলেন ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।
গানটির গল্প ধরে একটি ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।
গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার সর্বশেষ মৌলিক গান ‘‘কি সুন্দর করে বললে’’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’
ইমরান বলেন, ‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথাপ্রধান গান লেখেন তিনি। আগেও বেশ কয়েটি গান করেছি উনার কথায়। এবার যুক্ত হলো টিনা। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’
শুনুন ইমরান-টিনার গান ‘ইচ্ছে হলেই দিও’
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৪ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৫ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৬ ঘণ্টা আগে