বিনোদন ডেস্ক
পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।
‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।
‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৩ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৪ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৫ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৯ ঘণ্টা আগে