বিনোদন প্রতিবেদক, ঢাকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।
এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।
এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
২ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
২ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
২ ঘণ্টা আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৪ ঘণ্টা আগে