বিনোদন প্রতিবেদক, ঢাকা
চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’
গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’
হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’
গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’
হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১০ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১০ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১০ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৩ ঘণ্টা আগে