নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৩ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৩ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৩ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৬ ঘণ্টা আগে