বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেত্রী ও রবীন্দ্রসংগীত শিল্পী ডেইজি আহমেদ অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।
তাজরিন ফারহানা ঐন্দ্রিলা জানিয়েছেন, অনেক দিন ধরে ডেইজি আহমেদের শরীরটা তেমন ভালো যাচ্ছিল না। মাসদুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছিলেন ভালোভাবে।
ঐন্দ্রিলা বলেছেন, ‘৪ সেপ্টেম্বর, যেদিন আমার বাবার ৮০ তম জন্মদিন ছিল, ওই দিন মা হঠাৎ সেন্স হারিয়ে ফেলেন। তখনই হাসপাতালে নেওয়া হয়। শনিবার থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’ ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা তাঁর মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ডেইজি আহমেদের আসল নাম ফৌজিয়া আহমেদ ডেইজি। পরবর্তী সময়ে ডেইজি আহমেদ-এ সংক্ষিপ্ত নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। ললিতকলা একাডেমিতে রবীন্দ্র সংগীত শিখেছেন ডেইজি আহমেদ। পড়েছেন ভারতের বিশ্ব ভারতীতেও। ১৯৯৬ সালে প্রকাশ করেছিলেন রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘তোমার রাগে অনুরাগী’। টিভি নাটকে ডেইজি আহমেদ প্রথম অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায়। ‘মালঞ্চ’ নাটকে। তাঁর সহশিল্পী ছিলেন বুলবুল আহমেদ ও কবরী। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘বড় দিদি’ নামে আরেকটি নাটকেও অভিনয় করেছিলেন ডেইজি আহমেদ। ওই নাটকে তাঁর বড় দিদি ছিলেন শর্মিলী আহমেদ।
অভিনেতা বুলবুল আহমেদের সঙ্গে ডেইজি আহমেদের বিয়ে হয় ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি। তাঁদের সন্তান ঐন্দ্রিলা আহমেদ বাবা-মায়ের মতো মিডিয়ায় পরিচিত মুখ। টিভি নাটকে অভিনয় করেন। এছাড়া একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসানের আপন বোন ডেইজি আহমেদ। ডেইজি আহমেদ বড় হয়েছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। সারা জীবন সেভাবেই কাটিয়েছেন। নিজেও একসময় নিয়মিত অভিনয় করেছেন। পরবর্তীতে উপস্থিতি খানিকটা কমে গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু অভিনয় তিনি ছাড়েননি। ডেইজি আহমেদ সুস্থ হয়ে ফিরে আসুন-সবার এখন এটাই প্রার্থনা।
অভিনেত্রী ও রবীন্দ্রসংগীত শিল্পী ডেইজি আহমেদ অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।
তাজরিন ফারহানা ঐন্দ্রিলা জানিয়েছেন, অনেক দিন ধরে ডেইজি আহমেদের শরীরটা তেমন ভালো যাচ্ছিল না। মাসদুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছিলেন ভালোভাবে।
ঐন্দ্রিলা বলেছেন, ‘৪ সেপ্টেম্বর, যেদিন আমার বাবার ৮০ তম জন্মদিন ছিল, ওই দিন মা হঠাৎ সেন্স হারিয়ে ফেলেন। তখনই হাসপাতালে নেওয়া হয়। শনিবার থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’ ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা তাঁর মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ডেইজি আহমেদের আসল নাম ফৌজিয়া আহমেদ ডেইজি। পরবর্তী সময়ে ডেইজি আহমেদ-এ সংক্ষিপ্ত নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। ললিতকলা একাডেমিতে রবীন্দ্র সংগীত শিখেছেন ডেইজি আহমেদ। পড়েছেন ভারতের বিশ্ব ভারতীতেও। ১৯৯৬ সালে প্রকাশ করেছিলেন রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘তোমার রাগে অনুরাগী’। টিভি নাটকে ডেইজি আহমেদ প্রথম অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায়। ‘মালঞ্চ’ নাটকে। তাঁর সহশিল্পী ছিলেন বুলবুল আহমেদ ও কবরী। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘বড় দিদি’ নামে আরেকটি নাটকেও অভিনয় করেছিলেন ডেইজি আহমেদ। ওই নাটকে তাঁর বড় দিদি ছিলেন শর্মিলী আহমেদ।
অভিনেতা বুলবুল আহমেদের সঙ্গে ডেইজি আহমেদের বিয়ে হয় ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি। তাঁদের সন্তান ঐন্দ্রিলা আহমেদ বাবা-মায়ের মতো মিডিয়ায় পরিচিত মুখ। টিভি নাটকে অভিনয় করেন। এছাড়া একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসানের আপন বোন ডেইজি আহমেদ। ডেইজি আহমেদ বড় হয়েছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। সারা জীবন সেভাবেই কাটিয়েছেন। নিজেও একসময় নিয়মিত অভিনয় করেছেন। পরবর্তীতে উপস্থিতি খানিকটা কমে গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু অভিনয় তিনি ছাড়েননি। ডেইজি আহমেদ সুস্থ হয়ে ফিরে আসুন-সবার এখন এটাই প্রার্থনা।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৪ মিনিট আগে‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীকাল ১৮ নভেম্বর তাঁর ৪০ তম জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। কিন্তু মুক্তির ঠিক আগে আগে নয়নতারা এ তথ্যচিত্র নিয়ে অন্যতম জনপ্রিয় তারকা ও প্রযোজক ধানুশের সঙ্গে জড়িয়ে পড়েছেন দ
২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
৭ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
৭ ঘণ্টা আগে