বিনোদন প্রতিবেদক
ঢাকা: মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। খবরটি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব অনুষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবেও।
এসএম মহসিন অভিনয় করেছেন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে। এছাড়া মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ সহ অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।
তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
অনিমেষ আইচের পরিচালনায় ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান মহসিন। এছাড়াও ‘মোহর আলী’, ‘সাকিন সারিসুরি’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
ঢাকা: মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। খবরটি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব অনুষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবেও।
এসএম মহসিন অভিনয় করেছেন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে। এছাড়া মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ সহ অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।
তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
অনিমেষ আইচের পরিচালনায় ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান মহসিন। এছাড়াও ‘মোহর আলী’, ‘সাকিন সারিসুরি’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৫ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৬ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১০ ঘণ্টা আগে