বিনোদন ডেস্ক
তিন ভাইয়ের বিবাদ। সেই বিবাদের ফল ভোগ করেন মা। মায়ের সঙ্গে সন্তানদের তৈরি হয় দূরত্ব। নিজেদের বিবাদে মাকে ফেলে সন্তানেরা পাড়ি জমায় বিদেশে। একা মায়ের কষ্টটা কী? গতানুগতিক ধারার বাইরে এমন গল্পে ঈদের নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
ঈদে প্রচারিত চার শতাধিক নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজারো দর্শক। তাঁদের অনুভূতি লিখেছেন কমেন্ট বক্সে, যা চোখ এড়ায়নি।
‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন—তাহসান খান, তৌসিফ মাহবুব ও জোভান। তাঁদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।
ঈদুল আজহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিকস। প্রতিটি কাজ প্রশংসা অর্জন করেছে।
‘মায়ের ডাক’ থেকে মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত। আনন্দে আমার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছেন, ভুল-বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন; বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে ফিরতে চাইছেন। এই কৃতিত্ব আমার পুরো টিমের। সবাই মিলে আন্তরিক এ কাজটি সম্ভব হয়েছে।’
বান্নাহ বলেন, ‘আরেকটি সুখের অভিজ্ঞতা পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে-অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগমিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই আনন্দের চেয়ে বড় হাজারো ইমোশনাল মন্তব্য আমাকে ছুঁয়ে যাচ্ছে।’
তিন ভাইয়ের বিবাদ। সেই বিবাদের ফল ভোগ করেন মা। মায়ের সঙ্গে সন্তানদের তৈরি হয় দূরত্ব। নিজেদের বিবাদে মাকে ফেলে সন্তানেরা পাড়ি জমায় বিদেশে। একা মায়ের কষ্টটা কী? গতানুগতিক ধারার বাইরে এমন গল্পে ঈদের নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
ঈদে প্রচারিত চার শতাধিক নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজারো দর্শক। তাঁদের অনুভূতি লিখেছেন কমেন্ট বক্সে, যা চোখ এড়ায়নি।
‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন—তাহসান খান, তৌসিফ মাহবুব ও জোভান। তাঁদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।
ঈদুল আজহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিকস। প্রতিটি কাজ প্রশংসা অর্জন করেছে।
‘মায়ের ডাক’ থেকে মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত। আনন্দে আমার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছেন, ভুল-বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন; বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে ফিরতে চাইছেন। এই কৃতিত্ব আমার পুরো টিমের। সবাই মিলে আন্তরিক এ কাজটি সম্ভব হয়েছে।’
বান্নাহ বলেন, ‘আরেকটি সুখের অভিজ্ঞতা পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে-অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগমিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই আনন্দের চেয়ে বড় হাজারো ইমোশনাল মন্তব্য আমাকে ছুঁয়ে যাচ্ছে।’
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
২ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৪ ঘণ্টা আগে