বিনোদন প্রতিবেদক, ঢাকা
মনির খান শিমুল স্বভাবে ভীষণ উচ্ছল। খানিকটা বোহেমিয়ানও। মন থেকে যেটা সায় দেয় না, সেটা কখনোই করেন না শিমুল। দীর্ঘদিন নাটক-চলচ্চিত্র-বিজ্ঞাপনে অনিয়মিত তিনি। সেটাও ব্যক্তিগত ইচ্ছায়। অনেক দিন পর নিজের পছন্দের একটি কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শিমুল। তাঁর হিসাবে সেটা প্রায় সাত মাস পর।
নতুন এই কাজটি একটি বিজ্ঞাপনচিত্রের। গত বুধবার উত্তরায় নতুন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন শিমুল। কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেটি জানাননি। বলেছেন, ‘কাজটি নিয়ে বিস্তারিত আরও পরে জানাব।
শুধু বলে রাখি, একেবারেই অন্য ধরনের একটি কাজ। এমন কাজ আমি আগে কখনো করিনি।’ একসময় নিয়মিত মডেলিং করতেন শিমুল। অভিনয় কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি কমেছে। শিমুল জানালেন, নতুন এই বিজ্ঞাপনচিত্রটি করেছেন প্রায় আড়াই বছর পর।
১৯৯০ সালে মোরশেদ চৌধুরীর লেখা ও বরকতউল্লাহর পরিচালনায় ‘টেনশন’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মনির খান শিমুল। অল্প সময়েই অভিনয় ও মডেলিংয়ে জনপ্রিয়তা পান। এর আগে তিনি মঞ্চ নাটকের দল ‘থিয়েটার আরামবাগ’ -এ অভিনয় করতেন।
বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে শিমুলকে। প্রশংসিত এই অভিনেতা কেন নিয়মিত কাজ করেন না, সেটা নিয়ে দর্শকের আক্ষেপ আছে।
এ প্রসঙ্গে মনির খান শিমুল বলেন, ‘কাজ তো সব সময়ই করতে চাই। কিন্তু যে ধরনের কাজ করতে চাই, সে রকম কনটেন্ট আমার কাছে আসছে না। এলে নিশ্চয়ই নিয়মিত কাজ করব।’
মনির খান শিমুল স্বভাবে ভীষণ উচ্ছল। খানিকটা বোহেমিয়ানও। মন থেকে যেটা সায় দেয় না, সেটা কখনোই করেন না শিমুল। দীর্ঘদিন নাটক-চলচ্চিত্র-বিজ্ঞাপনে অনিয়মিত তিনি। সেটাও ব্যক্তিগত ইচ্ছায়। অনেক দিন পর নিজের পছন্দের একটি কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শিমুল। তাঁর হিসাবে সেটা প্রায় সাত মাস পর।
নতুন এই কাজটি একটি বিজ্ঞাপনচিত্রের। গত বুধবার উত্তরায় নতুন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন শিমুল। কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেটি জানাননি। বলেছেন, ‘কাজটি নিয়ে বিস্তারিত আরও পরে জানাব।
শুধু বলে রাখি, একেবারেই অন্য ধরনের একটি কাজ। এমন কাজ আমি আগে কখনো করিনি।’ একসময় নিয়মিত মডেলিং করতেন শিমুল। অভিনয় কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি কমেছে। শিমুল জানালেন, নতুন এই বিজ্ঞাপনচিত্রটি করেছেন প্রায় আড়াই বছর পর।
১৯৯০ সালে মোরশেদ চৌধুরীর লেখা ও বরকতউল্লাহর পরিচালনায় ‘টেনশন’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মনির খান শিমুল। অল্প সময়েই অভিনয় ও মডেলিংয়ে জনপ্রিয়তা পান। এর আগে তিনি মঞ্চ নাটকের দল ‘থিয়েটার আরামবাগ’ -এ অভিনয় করতেন।
বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে শিমুলকে। প্রশংসিত এই অভিনেতা কেন নিয়মিত কাজ করেন না, সেটা নিয়ে দর্শকের আক্ষেপ আছে।
এ প্রসঙ্গে মনির খান শিমুল বলেন, ‘কাজ তো সব সময়ই করতে চাই। কিন্তু যে ধরনের কাজ করতে চাই, সে রকম কনটেন্ট আমার কাছে আসছে না। এলে নিশ্চয়ই নিয়মিত কাজ করব।’
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১৫ মিনিট আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
১ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
২ ঘণ্টা আগে‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীকাল ১৮ নভেম্বর তাঁর ৪০ তম জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। কিন্তু মুক্তির ঠিক আগে আগে নয়নতারা এ তথ্যচিত্র নিয়ে অন্যতম জনপ্রিয় তারকা ও প্রযোজক ধানুশের সঙ্গে জড়িয়ে পড়েছেন দ
৩ ঘণ্টা আগে