বিনোদন ডেস্ক
বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। দীর্ঘ প্রায় চার বছর ধরে প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন ধ্রুব গুহ ও অণিমা রায়। তাঁরা কথা বলেছেন নিজেদের গাওয়া জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। তাঁদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। অর্থাৎ ক্যাসেটের অডিও গান। আর এখন গানের সঙ্গে যুক্ত হয়েছে চমৎকার সব ভিডিও। এই অনুষ্ঠানে সেই প্রথম থেকেই প্রচার হয়ে আসছে দৃষ্টিনন্দন সেসব ভিডিও। এই পর্বেও এর ব্যতিক্রম হবে না। তাই আশা করছি পর্বটি সবার কাছে উপভোগ্য হবে।’
প্রযোজক শাহজালাল সরদার শিমুল বলেন,‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়ে সক্ষম হয়েছে। আশা করছি এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।
বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। দীর্ঘ প্রায় চার বছর ধরে প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন ধ্রুব গুহ ও অণিমা রায়। তাঁরা কথা বলেছেন নিজেদের গাওয়া জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। তাঁদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। অর্থাৎ ক্যাসেটের অডিও গান। আর এখন গানের সঙ্গে যুক্ত হয়েছে চমৎকার সব ভিডিও। এই অনুষ্ঠানে সেই প্রথম থেকেই প্রচার হয়ে আসছে দৃষ্টিনন্দন সেসব ভিডিও। এই পর্বেও এর ব্যতিক্রম হবে না। তাই আশা করছি পর্বটি সবার কাছে উপভোগ্য হবে।’
প্রযোজক শাহজালাল সরদার শিমুল বলেন,‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়ে সক্ষম হয়েছে। আশা করছি এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৩ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৩ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৩ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৬ ঘণ্টা আগে