বিনোদন প্রতিবেদক
ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।
ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৪ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৪ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৯ ঘণ্টা আগে