বিনোদন ডেস্ক
প্রতিভাবানদের নিয়ে ‘স্টার সার্চ’ নামে একটি ট্যালেন্ট হান্ট শোয়ের আয়োজন করেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। প্রতিভা অন্বেষণের এই রিয়েলিটি শো খুঁজে পেয়েছে শীর্ষ ৯ জন প্রতিযোগি।
ঢাকার অদূরে ধামরাইতে অবস্থিত ফিল্ম ভ্যালির সেটে টফি স্টার সার্চের সেরা ৯ প্রতিভার নৈপুণ্য দেখলেন প্রধান বিচারক তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
সেরা ৯-এ জায়গা করে নিয়েছেন ঈশান দে (গান), কনক কর্মকার (ফ্রি স্টাইল ফুটবল), হুমায়রা হোসেন টুকটুকি (নাচ), মহিমা দেব ত্রয়ী (গান), অর্জুন অ্যান্ড মিউজিক (অর্জুন সূত্রধর ও হরিপদ সূত্রধর-যন্ত্রসঙ্গীত), প্রান্তিক দেব (নাচ), জান্নাতুল মাওয়া (অভিনয়), প্রিন্স মাহফুজ (গান) এবং পৃথ্বীরাজ রঞ্জন নাথ (বিটবক্সিং)।
প্রথম শ্রেণী পড়ুয়া শিশু থেকে শুরু করে গিনেজ বিশ্ব রেকর্ডধারী, নানা বয়সের প্রতিভাবানরা আলো ছড়াচ্ছেন স্টার সার্চের মঞ্চে। নাচ, গান, অভিনয়সহ নানা প্রতিভায় পারদর্শী প্রতিভাবানদের জন্য সর্বমোট কোটি টাকা মূল্যমানের পুরস্কার অপেক্ষা করছে।
বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছে ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ নয় প্রতিযোগী অন্যান্য প্রতিভাবানদের অনুপ্রেরণা দেবে বলে আমার বিশ্বাস।’
প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় আরটিভিতে প্রচার হচ্ছে স্টার সার্চ। এছাড়াও দেখা যাচ্ছে টফিতে।
প্রতিভাবানদের নিয়ে ‘স্টার সার্চ’ নামে একটি ট্যালেন্ট হান্ট শোয়ের আয়োজন করেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। প্রতিভা অন্বেষণের এই রিয়েলিটি শো খুঁজে পেয়েছে শীর্ষ ৯ জন প্রতিযোগি।
ঢাকার অদূরে ধামরাইতে অবস্থিত ফিল্ম ভ্যালির সেটে টফি স্টার সার্চের সেরা ৯ প্রতিভার নৈপুণ্য দেখলেন প্রধান বিচারক তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
সেরা ৯-এ জায়গা করে নিয়েছেন ঈশান দে (গান), কনক কর্মকার (ফ্রি স্টাইল ফুটবল), হুমায়রা হোসেন টুকটুকি (নাচ), মহিমা দেব ত্রয়ী (গান), অর্জুন অ্যান্ড মিউজিক (অর্জুন সূত্রধর ও হরিপদ সূত্রধর-যন্ত্রসঙ্গীত), প্রান্তিক দেব (নাচ), জান্নাতুল মাওয়া (অভিনয়), প্রিন্স মাহফুজ (গান) এবং পৃথ্বীরাজ রঞ্জন নাথ (বিটবক্সিং)।
প্রথম শ্রেণী পড়ুয়া শিশু থেকে শুরু করে গিনেজ বিশ্ব রেকর্ডধারী, নানা বয়সের প্রতিভাবানরা আলো ছড়াচ্ছেন স্টার সার্চের মঞ্চে। নাচ, গান, অভিনয়সহ নানা প্রতিভায় পারদর্শী প্রতিভাবানদের জন্য সর্বমোট কোটি টাকা মূল্যমানের পুরস্কার অপেক্ষা করছে।
বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছে ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ নয় প্রতিযোগী অন্যান্য প্রতিভাবানদের অনুপ্রেরণা দেবে বলে আমার বিশ্বাস।’
প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টায় আরটিভিতে প্রচার হচ্ছে স্টার সার্চ। এছাড়াও দেখা যাচ্ছে টফিতে।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৪১ মিনিট আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৪ ঘণ্টা আগে