বিনোদন ডেস্ক
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম ছবি ‘প্রজাপতি’র জনপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। এর কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারো শুটিংয়ের জন্য সেখানে গেলেন তিনি। বানিয়েছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে।
একজন মা, তাঁর আদুরে ছেলে এবং ছেলের প্রেমিকাকে নিয়ে তৈরি হয়েছে ‘মায়ায় থেকো’ নাটকের গল্প। তিনজনের মধ্যে দারুণ সম্পর্ক। এ তিনজন আষ্টেপৃষ্টে বাঁধা মায়ার বন্ধনে।
নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। প্রেমিক-প্রেমিকা চরিত্রে আছেন সারিকা সাবরিন ও মুশফিক ফারহান। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে অভিনয় করেছিলেন সারিকা।
‘মায়ায় থেকো’ প্রসঙ্গে রাজ বলেন, ‘আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। সেই সঙ্গে আছে প্রেম-ভালোবাসা।’
নাটকটি প্রযোজনা করেছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম ছবি ‘প্রজাপতি’র জনপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। এর কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারো শুটিংয়ের জন্য সেখানে গেলেন তিনি। বানিয়েছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে।
একজন মা, তাঁর আদুরে ছেলে এবং ছেলের প্রেমিকাকে নিয়ে তৈরি হয়েছে ‘মায়ায় থেকো’ নাটকের গল্প। তিনজনের মধ্যে দারুণ সম্পর্ক। এ তিনজন আষ্টেপৃষ্টে বাঁধা মায়ার বন্ধনে।
নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। প্রেমিক-প্রেমিকা চরিত্রে আছেন সারিকা সাবরিন ও মুশফিক ফারহান। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে অভিনয় করেছিলেন সারিকা।
‘মায়ায় থেকো’ প্রসঙ্গে রাজ বলেন, ‘আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। সেই সঙ্গে আছে প্রেম-ভালোবাসা।’
নাটকটি প্রযোজনা করেছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৮ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৮ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৮ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১১ ঘণ্টা আগে