বিনোদন প্রতিবেদক
ঢাকা: লাক্স–চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে বহু সুন্দরী মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। তাঁদের মধ্যে মাহবুবা ইসলাম রাখি, আফসানা আরা বিন্দু ও প্রসূন আজাদ জনপ্রিয়তা পেয়েছিলেন। অনেকটা দিন অভিনয়ে নিয়মিতও ছিলেন। হুট করে একেকজন হারিয়ে গেলেন। আলোচনার বাইরে ছিলেন। সম্প্রতি এই তিনজনের দেখা মেলেছে ভিন্নভাবে।
প্রসূন আজাদ
বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত পরশু হয়ে গেল বাগদান। ২০১২ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রসূন। এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন। গত বছর অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন প্রসূন। সেখানে নারী–পুরুষের পোশাকসহ নারীদের গয়না ও প্রসাধনী পাওয়া যায়। তা নিয়েই এখন মূল ব্যস্ততা। বেশ আটঘাট বেঁধে নেমেছেন তিনি। প্রসূনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখনো তিনি পোশাকের পাইকারি মার্কেটে। শুরুতেই বললেন, ‘জলদি কথা সারতে হবে! মার্কেটে এসেছি, দরদাম করছি তো।’ কীভাবে দিন চলছে? প্রসূন বলেন, ‘এখন ঘরেই বেশি থাকা হয়। তবে পোশাকের ব্যবসা শুরু করার পর বেশ ব্যস্ত সময় কাটে। মাঝেমধ্যে মার্কেটেও যাই। লট ধরে পোশাক কিনি। এরপর সেগুলো অনলাইনে সাজিয়ে রাখি।’ অন্যদিকে ওজন কমাতে নিয়মিত জিমেও যাচ্ছেন তিনি। আগের চেয়ে আরও হালকা হতে চান। কারণ, এর মধ্যে বেশ মুটিয়ে গেছেন। তবে এটা যে অভিনয়ের জন্য, তা বলতে চান না প্রসূন। প্রসূন আজাদকে নিয়ে সর্বশেষ ভেবেছিলেন নির্মাতা শিহাব শাহীন। তাঁর পরিকল্পনা ছিল আলোচিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ নির্মাণ করার। কিন্তু প্রসূন সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফেরান। পরে সেই চরিত্রটিতে অভিনয় করে বাজিমাত করেন তাসনুভা তিশা।
এর মধ্যে কয়েক বছর মিলিয়ে চারটি ছবি করলেও নাটকে প্রায় অনুপস্থিত ছিলেন। কারণ হিসেবে জানান, ভালো গল্প ও পছন্দ অনুযায়ী চরিত্র না পাওয়া। নাটকের প্রতি রয়েছে অভিমানও। রোকেয়া প্রাচীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নাটকে নিষিদ্ধ হয়েছেন। ২০১৬ সালে বিয়ের ঘটনা তাঁর ক্যারিয়ার ছিন্নভিন্ন করে দেয়। অস্ট্রেলিয়াপ্রবাসীর সঙ্গে সিডনিতে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে এবং পরে অনেকটা সময় সিডনিতেই ছিলেন প্রসূন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী না হওয়ায় প্রসূন ভেঙে পড়েন। এরপর একরকম মিডিয়াকে বিদায় জানিয়ে নিজেকে গুটিয়ে নেন। প্রসূন জানালেন, আপাতত অভিনয় নিয়ে কোনো ভাবনা নেই তাঁর। বিয়ে, সংসার আর ব্যবসাটার প্রসার ঘটাতে চান।
মাহবুবা ইসলাম রাখি
মাথায় পরে ছিলেন লাক্স ‘সুপারস্টার’-এর মুকুট। রাতারাতি হয়ে উঠেছিলেন উপস্থাপনা, মডেলিং আর নাটকের দুনিয়ার তারকা। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমান অভিনেত্রী ও মডেল রাখি মাহবুবা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে নিজের নামের সঙ্গে প্রকৌশলী পরিচয়টাও যুক্ত করেছেন। প্রকৌশলী হওয়ার স্বপ্নপূরণের জন্যই রাখি যশ, খ্যাতি, জনপ্রিয়তার মায়া কাটিয়ে ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। ২০১৩ সালে রাখি প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। রাখি বলেন, ‘আমি তখন ধারাবাহিক, খণ্ডনাটক, মডেলিং আর উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত যে কাউকে কিছু জানাতেও পারিনি। মনে আছে, যেদিন আমার ফ্লাইট, তার দুই দিন আগেও আমাকে নাটকের শুটিং শেষ করতে হয়েছে।’ অস্ট্রেলিয়া থেকেই ২০১৭ সালে পুরকৌশলে স্নাতক করেছেন। সেখানকার একটা প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছেন। তবে অভিনয়প্রীতি কমাতে পারেননি। তাই তো যখন শুটিংয়ের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়, চাকরি থেকে সময় নিয়ে ছুটে আসেন বাংলাদেশে। গত ১০ এপ্রিল ঢাকার বোর্ডবাজারে ‘পায়ের ছাপ’ ছবির শুটিং শুরু করেছিলেন সাইফুল ইসলাম মান্নু। সেখানে অভিনয়ে ফিরেছিলেন রাখিও। তবে কিছুদিন পর জানা গেল মেঘলা মুক্তা তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। তবে মেঘলা কীভাবে ও কেন রাখির স্থলাভিষিক্ত হলেন, এ বিষয়ে মুখ খুলতে চাইলেন না কেউই। নাম প্রকাশ না করার শর্তে ছবিসংশ্লিষ্ট একজন জানালেন, তিন দিন শুটিং করার পরই রাখিকে বাদ দেওয়া হয়। গত মাসে দুবাইয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাখি। এখন তিনি আছেন হানিমুনে। মেসেঞ্জারে কথা হলো তাঁর সঙ্গে। বললেন মাত্র তিনটি শব্দ, ‘ছবিটি ছেড়ে দিয়েছি’। অন্য কোনো কাজ শুরু করবেন কি না জানতে চাইলে বলেন, ‘আপাতত বিয়ে–সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাই। পাশাপাশি আমার চাকরি আছে। সেখান থেকে সময় বের করে আবার অভিনয় করা ঠিক কবে হবে এখন কিছু বলতে পারব না।’
আফসানা আরা বিন্দু
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল আফসান আরা বিন্দুর। সৌন্দর্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন শোবিজ। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বিশেষ করে টিভি নাটকে সমসাময়িকদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন ব্যস্ততায়। কিন্তু হঠাৎ বিয়ে করে ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর আর নেই কোনো খবরে। সংসারজীবনে কেমন আছেন তিনি? সে গল্প তাঁর খুব কাছের মানুষ ছিলেন যাঁরা একসময়, তাঁদের কাছেও পাওয়া যায় না। হুট করে শোনা গিয়েছিল স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছে। সেই খবর গুজবই থেকে গেছে। এত দিনে অভিনয়ে যেমন পাওয়া যায়নি, তেমনি মিডিয়ার কোনো অনুষ্ঠানেও তাঁর দেখা মেলেনি। তবে গত দুই বছরে বেশ কয়েকবার দেখা মিলেছে তাঁর। সর্বশেষ দেখা মিলেছে গত সপ্তাহে কনা, শবনম ফারিয়া ও নাবিলাদের সঙ্গে এক আড্ডায়। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ফিট রাখতে রাজধানীর একটি ব্যায়ামাগারে নিয়মিত যাতায়াত করছেন তিনি। নিজেকে পুরোপুরি ফিট করে পুরোদমে আবারও অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠজন। আফসান আরা বিন্দু আবার অভিনয়ে ফিরবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ঢাকা: লাক্স–চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে বহু সুন্দরী মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। তাঁদের মধ্যে মাহবুবা ইসলাম রাখি, আফসানা আরা বিন্দু ও প্রসূন আজাদ জনপ্রিয়তা পেয়েছিলেন। অনেকটা দিন অভিনয়ে নিয়মিতও ছিলেন। হুট করে একেকজন হারিয়ে গেলেন। আলোচনার বাইরে ছিলেন। সম্প্রতি এই তিনজনের দেখা মেলেছে ভিন্নভাবে।
প্রসূন আজাদ
বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত পরশু হয়ে গেল বাগদান। ২০১২ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রসূন। এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন। গত বছর অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন প্রসূন। সেখানে নারী–পুরুষের পোশাকসহ নারীদের গয়না ও প্রসাধনী পাওয়া যায়। তা নিয়েই এখন মূল ব্যস্ততা। বেশ আটঘাট বেঁধে নেমেছেন তিনি। প্রসূনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখনো তিনি পোশাকের পাইকারি মার্কেটে। শুরুতেই বললেন, ‘জলদি কথা সারতে হবে! মার্কেটে এসেছি, দরদাম করছি তো।’ কীভাবে দিন চলছে? প্রসূন বলেন, ‘এখন ঘরেই বেশি থাকা হয়। তবে পোশাকের ব্যবসা শুরু করার পর বেশ ব্যস্ত সময় কাটে। মাঝেমধ্যে মার্কেটেও যাই। লট ধরে পোশাক কিনি। এরপর সেগুলো অনলাইনে সাজিয়ে রাখি।’ অন্যদিকে ওজন কমাতে নিয়মিত জিমেও যাচ্ছেন তিনি। আগের চেয়ে আরও হালকা হতে চান। কারণ, এর মধ্যে বেশ মুটিয়ে গেছেন। তবে এটা যে অভিনয়ের জন্য, তা বলতে চান না প্রসূন। প্রসূন আজাদকে নিয়ে সর্বশেষ ভেবেছিলেন নির্মাতা শিহাব শাহীন। তাঁর পরিকল্পনা ছিল আলোচিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ নির্মাণ করার। কিন্তু প্রসূন সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফেরান। পরে সেই চরিত্রটিতে অভিনয় করে বাজিমাত করেন তাসনুভা তিশা।
এর মধ্যে কয়েক বছর মিলিয়ে চারটি ছবি করলেও নাটকে প্রায় অনুপস্থিত ছিলেন। কারণ হিসেবে জানান, ভালো গল্প ও পছন্দ অনুযায়ী চরিত্র না পাওয়া। নাটকের প্রতি রয়েছে অভিমানও। রোকেয়া প্রাচীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নাটকে নিষিদ্ধ হয়েছেন। ২০১৬ সালে বিয়ের ঘটনা তাঁর ক্যারিয়ার ছিন্নভিন্ন করে দেয়। অস্ট্রেলিয়াপ্রবাসীর সঙ্গে সিডনিতে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে এবং পরে অনেকটা সময় সিডনিতেই ছিলেন প্রসূন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী না হওয়ায় প্রসূন ভেঙে পড়েন। এরপর একরকম মিডিয়াকে বিদায় জানিয়ে নিজেকে গুটিয়ে নেন। প্রসূন জানালেন, আপাতত অভিনয় নিয়ে কোনো ভাবনা নেই তাঁর। বিয়ে, সংসার আর ব্যবসাটার প্রসার ঘটাতে চান।
মাহবুবা ইসলাম রাখি
মাথায় পরে ছিলেন লাক্স ‘সুপারস্টার’-এর মুকুট। রাতারাতি হয়ে উঠেছিলেন উপস্থাপনা, মডেলিং আর নাটকের দুনিয়ার তারকা। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমান অভিনেত্রী ও মডেল রাখি মাহবুবা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে নিজের নামের সঙ্গে প্রকৌশলী পরিচয়টাও যুক্ত করেছেন। প্রকৌশলী হওয়ার স্বপ্নপূরণের জন্যই রাখি যশ, খ্যাতি, জনপ্রিয়তার মায়া কাটিয়ে ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। ২০১৩ সালে রাখি প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। রাখি বলেন, ‘আমি তখন ধারাবাহিক, খণ্ডনাটক, মডেলিং আর উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত যে কাউকে কিছু জানাতেও পারিনি। মনে আছে, যেদিন আমার ফ্লাইট, তার দুই দিন আগেও আমাকে নাটকের শুটিং শেষ করতে হয়েছে।’ অস্ট্রেলিয়া থেকেই ২০১৭ সালে পুরকৌশলে স্নাতক করেছেন। সেখানকার একটা প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছেন। তবে অভিনয়প্রীতি কমাতে পারেননি। তাই তো যখন শুটিংয়ের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়, চাকরি থেকে সময় নিয়ে ছুটে আসেন বাংলাদেশে। গত ১০ এপ্রিল ঢাকার বোর্ডবাজারে ‘পায়ের ছাপ’ ছবির শুটিং শুরু করেছিলেন সাইফুল ইসলাম মান্নু। সেখানে অভিনয়ে ফিরেছিলেন রাখিও। তবে কিছুদিন পর জানা গেল মেঘলা মুক্তা তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। তবে মেঘলা কীভাবে ও কেন রাখির স্থলাভিষিক্ত হলেন, এ বিষয়ে মুখ খুলতে চাইলেন না কেউই। নাম প্রকাশ না করার শর্তে ছবিসংশ্লিষ্ট একজন জানালেন, তিন দিন শুটিং করার পরই রাখিকে বাদ দেওয়া হয়। গত মাসে দুবাইয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাখি। এখন তিনি আছেন হানিমুনে। মেসেঞ্জারে কথা হলো তাঁর সঙ্গে। বললেন মাত্র তিনটি শব্দ, ‘ছবিটি ছেড়ে দিয়েছি’। অন্য কোনো কাজ শুরু করবেন কি না জানতে চাইলে বলেন, ‘আপাতত বিয়ে–সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাই। পাশাপাশি আমার চাকরি আছে। সেখান থেকে সময় বের করে আবার অভিনয় করা ঠিক কবে হবে এখন কিছু বলতে পারব না।’
আফসানা আরা বিন্দু
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল আফসান আরা বিন্দুর। সৌন্দর্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন শোবিজ। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বিশেষ করে টিভি নাটকে সমসাময়িকদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন ব্যস্ততায়। কিন্তু হঠাৎ বিয়ে করে ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর আর নেই কোনো খবরে। সংসারজীবনে কেমন আছেন তিনি? সে গল্প তাঁর খুব কাছের মানুষ ছিলেন যাঁরা একসময়, তাঁদের কাছেও পাওয়া যায় না। হুট করে শোনা গিয়েছিল স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছে। সেই খবর গুজবই থেকে গেছে। এত দিনে অভিনয়ে যেমন পাওয়া যায়নি, তেমনি মিডিয়ার কোনো অনুষ্ঠানেও তাঁর দেখা মেলেনি। তবে গত দুই বছরে বেশ কয়েকবার দেখা মিলেছে তাঁর। সর্বশেষ দেখা মিলেছে গত সপ্তাহে কনা, শবনম ফারিয়া ও নাবিলাদের সঙ্গে এক আড্ডায়। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ফিট রাখতে রাজধানীর একটি ব্যায়ামাগারে নিয়মিত যাতায়াত করছেন তিনি। নিজেকে পুরোপুরি ফিট করে পুরোদমে আবারও অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠজন। আফসান আরা বিন্দু আবার অভিনয়ে ফিরবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
২ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৬ ঘণ্টা আগে