বিনোদন প্রতিবেদক, ঢাকা
তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে আরটিভি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোর স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে গত ১৭ নভেম্বর।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের হাজারো প্রতিযোগি আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগির গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। শোয়ের বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই শেষে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে বাছাই করেন।
তাঁদেরকে নিয়ে গত ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এ রাউন্ডে প্রতিযোগিরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।
স্টুডিও অডিশন রাউন্ডে ১৫০ জন প্রতিযোগির মধ্যে ইয়েস কার্ড পেয়েছেন ৮১ জন, যারা পরবর্তীতে লড়বেন পিয়ানো রাউন্ডে।
স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩ নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে এই শো।
রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।
তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে আরটিভি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোর স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে গত ১৭ নভেম্বর।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের হাজারো প্রতিযোগি আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগির গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। শোয়ের বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই শেষে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে বাছাই করেন।
তাঁদেরকে নিয়ে গত ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এ রাউন্ডে প্রতিযোগিরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।
স্টুডিও অডিশন রাউন্ডে ১৫০ জন প্রতিযোগির মধ্যে ইয়েস কার্ড পেয়েছেন ৮১ জন, যারা পরবর্তীতে লড়বেন পিয়ানো রাউন্ডে।
স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩ নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে এই শো।
রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৮ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৯ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৯ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১১ ঘণ্টা আগে