বিনোদন প্রতিবেদক
‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানের মাধ্যমে আলোচনায় আসেন শায়না আমিন। জনপ্রিয় গানটি কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। দেখা যায় বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে।
সিনেমায় নাম লেখান। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা ছিল আলোচিত। ছবিটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।
দুদিন হলো লন্ডন থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এক ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার কথা জানান তিনি। শেয়ার করেন এক ভিডিও। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শায়না বেশ চুপিসারে বাসায় ঢুকছেন। এই ঘর-ওই ঘর করে একসময় বাচ্চাদের নিয়ে তাঁর মায়ের ঘরে প্রবেশ করেন। মা হঠাৎ মেয়েকে দেখে খুশি হয়ে যান। নাতিদের কোলে নেন। এরপর বাসার সবাই শায়নাকে দেখে আবেগ আপ্লূত হয়। ভিডিওটির ক্যাপশনে শায়না লেখেন, ‘অবশেষে আমরা আমাদের বাড়ি, বাংলাদেশে এলাম।’ ভিডিও দেখে মনে হচ্ছে, সারপ্রাইজ দিতে কাউকে না জানিয়ে দেশে ফিরেছেন তিনি।
শায়না এবার কত দিন দেশে থাকবেন, অভিনয়ে ফিরবেন কি না—সে বিষয়ে জানা যায়নি। তাঁর আগের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানের মাধ্যমে আলোচনায় আসেন শায়না আমিন। জনপ্রিয় গানটি কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। দেখা যায় বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে।
সিনেমায় নাম লেখান। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা ছিল আলোচিত। ছবিটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।
দুদিন হলো লন্ডন থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এক ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার কথা জানান তিনি। শেয়ার করেন এক ভিডিও। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শায়না বেশ চুপিসারে বাসায় ঢুকছেন। এই ঘর-ওই ঘর করে একসময় বাচ্চাদের নিয়ে তাঁর মায়ের ঘরে প্রবেশ করেন। মা হঠাৎ মেয়েকে দেখে খুশি হয়ে যান। নাতিদের কোলে নেন। এরপর বাসার সবাই শায়নাকে দেখে আবেগ আপ্লূত হয়। ভিডিওটির ক্যাপশনে শায়না লেখেন, ‘অবশেষে আমরা আমাদের বাড়ি, বাংলাদেশে এলাম।’ ভিডিও দেখে মনে হচ্ছে, সারপ্রাইজ দিতে কাউকে না জানিয়ে দেশে ফিরেছেন তিনি।
শায়না এবার কত দিন দেশে থাকবেন, অভিনয়ে ফিরবেন কি না—সে বিষয়ে জানা যায়নি। তাঁর আগের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৩ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৩ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৫ ঘণ্টা আগে