বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৯ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১০ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১০ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৩ ঘণ্টা আগে