বিনোদন প্রতিবেদক, ঢাকা
টিভি নাটকের অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। অভিনয় করছেন ‘উল্টো পথে উল্টো রথে’ নামের একটি ধারাবাহিকে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব শিল্পী এক হয়েছেন ধারাবাহিকটির কাজ শেষ করার জন্য।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। সাত বছর টানা কাজ করে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর অল্প অল্প করে কাজ কমিয়ে দিতে শুরু করেন। চাকরি নেন ব্যাংকে।
এরপর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন নিশা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়ে সাঈদা নামীম আহমেদের জন্মের পর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি নিশার। তিনি আবারও ফিরে এলেন চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে। দুদিন ধরে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র শুটিং করছেন নিশা।
তবে নিশার ফেরা শুধু এই ধারাবাহিকটির জন্যই। নিশা বলেন, ‘আড়াই বছর পর শুটিং করছি। এই ধারাবাহিকটির কাজ কয়েক বছর ধরে আটকে ছিল। আমি শুটিং না করলে সিরিয়ালটি অন-এয়ার দিতে পারছিল না। তাই কাজ করতে হচ্ছে। আমার শুটিংয়ে ফেরার খবর শুনে অনেক নির্মাতা ফোন করছেন। তবে সত্যি কথা বলতে, আমি এখনই নিয়মিত অভিনয় করতে চাচ্ছি না। আমার মেয়ে অনেক ছোট। ও একটু বড় হলে তারপর নিয়মিত কাজ করব।’
কয়েক বছর আগে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র কাজ শুরু করেছিলেন নির্মাতা ফজলুর রহমান। কিছু দূর শুটিং করার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ নভেম্বর মারা যান ফজলুর রহমান।
এরপর ‘উল্টো পথে উল্টো রথে’ ধারাবাহিকের প্রচার অনিশ্চিত হয়ে পড়ে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এত দিন পর কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন করে শুটিংয়ে অংশ নিয়েছেন নিশা। সঙ্গে আরও আছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে আরটিভিতে।
টিভি নাটকের অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। অভিনয় করছেন ‘উল্টো পথে উল্টো রথে’ নামের একটি ধারাবাহিকে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব শিল্পী এক হয়েছেন ধারাবাহিকটির কাজ শেষ করার জন্য।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। সাত বছর টানা কাজ করে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর অল্প অল্প করে কাজ কমিয়ে দিতে শুরু করেন। চাকরি নেন ব্যাংকে।
এরপর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন নিশা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়ে সাঈদা নামীম আহমেদের জন্মের পর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি নিশার। তিনি আবারও ফিরে এলেন চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে। দুদিন ধরে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র শুটিং করছেন নিশা।
তবে নিশার ফেরা শুধু এই ধারাবাহিকটির জন্যই। নিশা বলেন, ‘আড়াই বছর পর শুটিং করছি। এই ধারাবাহিকটির কাজ কয়েক বছর ধরে আটকে ছিল। আমি শুটিং না করলে সিরিয়ালটি অন-এয়ার দিতে পারছিল না। তাই কাজ করতে হচ্ছে। আমার শুটিংয়ে ফেরার খবর শুনে অনেক নির্মাতা ফোন করছেন। তবে সত্যি কথা বলতে, আমি এখনই নিয়মিত অভিনয় করতে চাচ্ছি না। আমার মেয়ে অনেক ছোট। ও একটু বড় হলে তারপর নিয়মিত কাজ করব।’
কয়েক বছর আগে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র কাজ শুরু করেছিলেন নির্মাতা ফজলুর রহমান। কিছু দূর শুটিং করার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ নভেম্বর মারা যান ফজলুর রহমান।
এরপর ‘উল্টো পথে উল্টো রথে’ ধারাবাহিকের প্রচার অনিশ্চিত হয়ে পড়ে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এত দিন পর কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন করে শুটিংয়ে অংশ নিয়েছেন নিশা। সঙ্গে আরও আছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে আরটিভিতে।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১১ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১২ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১২ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৫ ঘণ্টা আগে