বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।
২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।
ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।
২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।
ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৩৩ মিনিট আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৪ ঘণ্টা আগে