চলে গেলেন ‘প্রেমের সমাধি ভেঙে’ গানের সুরকার আনোয়ার জাহান নান্টু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২৬
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩৬

বীর মুক্তিযোদ্ধা ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন খ্যাতিমান এই সংগীত পরিচালক। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি মারা যান। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।   

আজ বাদ জোহর মগবাজার বড় মসজিদে আনোয়ার জাহান নান্টুর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ভাই ও ছোট পর্দার নির্মাতা সাগর জাহানের বাবা।

আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে দুই শর বেশি গান উপহার দিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি তৈরি করেছেন অসংখ্য গান। প্রেমের সমাধি ভেঙে, তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি, চোখের জলে আমি ভেসে চলেছিসহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত