৩ নভেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘মেঘের কপাট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৭: ৩৭

আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট’। আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। গতকাল বুধবার ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘মেঘের কপাট’ সারা দেশে মুক্তি পাবে আগামী ৩ নভেম্বর।

বর্তমান প্রেক্ষাপটের ভালোবাসার গল্পে এক ঝাঁক নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিলেটের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন লোকেশনের শুটিং হয়েছে সিনেমাটির।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইভন প্রেমের সম্পর্কে জড়ান তন্বীর সঙ্গে। এই প্রেমের মাঝে ঘটনাক্রমে চলে আসেন সিন্ডি। ত্রিভুজ প্রেমের থেকে নানা ঘটনা ও রহস্যে মোর নেয় সিনেমাটি।

‘মেঘের কপাট’ সিনেমার প্রেস কনফারেন্সে সিনেমার কলাকুশলীরারাকিব হোসেন ইভন বলেন, ‘এই সিনেমাটা নিয়ে আমি আলাদা রকমভাবে আশাবাদী। কারণ এই সিনেমাটা এই সময়ের গল্প নিয়ে নির্মিত। এই গল্পটি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যাবে।’

‘মেঘের কপাট’ সিনেমার পোস্টারনবাগত নায়িকা সাবরিন তন্বী বলেন, ‘গল্পটি এক কথায় অসাধারণ। আমরা নতুনরা অনেক চেষ্টা করেছি। আপনারা সিনেমা হলে এসে ‘মেঘের কপাট’ দেখুন।’

নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘আমার প্রথম সিনেমা। কিন্তু মিডিয়ার সঙ্গে অনেক বছর জড়িত। আমার অভিজ্ঞতা নিয়ে বেশ ভালো করে, শ্রম দিয়ে কাজটি করেছি। ‘মেঘের কপাট’ চলচিত্রের প্রতিটি চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনের শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবে।’

মেঘে জড়ানো মনোরম লোকেশনে বাংলাদেশের অপরূপ দৃশ্য চিত্রায়ণের পাশাপাশি ভালোবাসা নানা রূপ তুলে ধরা হয়েছে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে। এতে গান রয়েছে পাঁচটি। আফরোজা মোমেনের গল্পে চলচ্চিত্র চিত্রনাট্য ও গীত রচনা করেছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

সিনেমায় ইভন-তন্বী ছাড়া আরও অভিনয় করেছেন সিন্ডি রোলিং, রাজু আহসান, আফরোজা মোমেন, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন হাসিসহ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত