বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল শুক্রবার মারা গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী। রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেতরের অজানা কথা ভাগ করে নিলেন পরীমণি।
নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।’
মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে ওঠেন পরীমণি। মা-বাবার স্নেহ পরীমণি তাঁর নানার কাছেই পেয়েছেন। পোস্টে পরী আরও লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে।’
পোস্টের শেষে পরীমণি লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সঙ্গে তাঁর শেষ কলেমা পড়তে পেরেছি! আহা, নানুভাই কত সান্ত্বনায় রেখে গেল আমাকে।
জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর!’
গতকাল শুক্রবার মারা গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী। রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেতরের অজানা কথা ভাগ করে নিলেন পরীমণি।
নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।’
মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে ওঠেন পরীমণি। মা-বাবার স্নেহ পরীমণি তাঁর নানার কাছেই পেয়েছেন। পোস্টে পরী আরও লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে।’
পোস্টের শেষে পরীমণি লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সঙ্গে তাঁর শেষ কলেমা পড়তে পেরেছি! আহা, নানুভাই কত সান্ত্বনায় রেখে গেল আমাকে।
জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর!’
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৪ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৫ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৬ ঘণ্টা আগে