বিনোদন ডেস্ক
পুরোনো ক্ল্যাসিক গানের রিমেক বানানোর ধুম লেগেছে বলিউডে। যা নিয়ে সম্প্রতি মুখ খুললেন ভারতের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। ইউটিউব শো সাইরাস সেজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান, পুরোনো গানকে পুনরুজ্জীবিত করা কোনো সমস্যা নয়। তবে তাতে যোগ হওয়া কমার্শিয়াল দিক খারাপ স্বাদ যোগ করে। এমনকি এই ধরনের গানকে ‘তাজমহলে ডিসকো সংগীত’ এর সঙ্গেও তুলনা করেন জাভেদ আখতার।
জাভেদ আখতারের কথায়, ‘অতীতকে স্মরণ করা, এটিকে গুরুত্ব দেওয়া, এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা মোটেও ভুল নয়। বরং এটা প্রশংসনীয়। কিন্তু একই সময়ে অতীতের ওপর এই ধরনের বাণিজ্যিক নির্ভরতা একটি সুস্থ মনোভাব নয়। আপনি সুন্দর লিরিক, ভালো অর্থসহ একটি গান নিচ্ছেন এবং তারপর তাতে আপনার নিজের উদ্ভট অন্তরা যোগ করছেন, এটি ঠিক নয়। এটা অনেকটা তাজমহলে ডিসকো মিউজিক দেওয়ার মতো দেখায়, যা একেবারে ঠিক নয়।’
জাভেদ আখতার আরও বলেন, ‘এগুলো মহান গায়ক, লেখক ও সুরকারদের স্মরণীয় গান, আপনার তাঁদের সম্মান করা উচিত। এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আপনি এটিকে পুনরুজ্জীবিত করতে চান, করুন। কিন্তু তাতে অতিরিক্ত স্তবক যোগ করার প্রয়োজন নেই। যেমন, আপনি একটি (কেএল) সায়গলের গান নিন এবং অরিজিতকে (সিং) দিয়ে গাওয়ান, এটি ঠিক আছে। কিন্তু আপনি সেই গানটি নিলেন তার মধ্যে একটি র্যাপ যোগ করে দিলেন, এটি হাস্যকর।’
উল্লেখ্য, বলিউডের সুপরিচিত গীতিকারদের মধ্যে অন্যতম জাভেদ আখতার। ৫ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সঙ্গে পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণসহ বেশ কয়েকটি সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে–‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’, ‘তেরে লিয়ে’ এবং ‘একতারা’।
জাভেদ ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেছেন। এর আগে তিনি চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন এবং সেই দাম্পত্য জীবনে তাঁদের দুজন সন্তান রয়েছে—অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার এবং চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।
পুরোনো ক্ল্যাসিক গানের রিমেক বানানোর ধুম লেগেছে বলিউডে। যা নিয়ে সম্প্রতি মুখ খুললেন ভারতের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। ইউটিউব শো সাইরাস সেজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান, পুরোনো গানকে পুনরুজ্জীবিত করা কোনো সমস্যা নয়। তবে তাতে যোগ হওয়া কমার্শিয়াল দিক খারাপ স্বাদ যোগ করে। এমনকি এই ধরনের গানকে ‘তাজমহলে ডিসকো সংগীত’ এর সঙ্গেও তুলনা করেন জাভেদ আখতার।
জাভেদ আখতারের কথায়, ‘অতীতকে স্মরণ করা, এটিকে গুরুত্ব দেওয়া, এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা মোটেও ভুল নয়। বরং এটা প্রশংসনীয়। কিন্তু একই সময়ে অতীতের ওপর এই ধরনের বাণিজ্যিক নির্ভরতা একটি সুস্থ মনোভাব নয়। আপনি সুন্দর লিরিক, ভালো অর্থসহ একটি গান নিচ্ছেন এবং তারপর তাতে আপনার নিজের উদ্ভট অন্তরা যোগ করছেন, এটি ঠিক নয়। এটা অনেকটা তাজমহলে ডিসকো মিউজিক দেওয়ার মতো দেখায়, যা একেবারে ঠিক নয়।’
জাভেদ আখতার আরও বলেন, ‘এগুলো মহান গায়ক, লেখক ও সুরকারদের স্মরণীয় গান, আপনার তাঁদের সম্মান করা উচিত। এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আপনি এটিকে পুনরুজ্জীবিত করতে চান, করুন। কিন্তু তাতে অতিরিক্ত স্তবক যোগ করার প্রয়োজন নেই। যেমন, আপনি একটি (কেএল) সায়গলের গান নিন এবং অরিজিতকে (সিং) দিয়ে গাওয়ান, এটি ঠিক আছে। কিন্তু আপনি সেই গানটি নিলেন তার মধ্যে একটি র্যাপ যোগ করে দিলেন, এটি হাস্যকর।’
উল্লেখ্য, বলিউডের সুপরিচিত গীতিকারদের মধ্যে অন্যতম জাভেদ আখতার। ৫ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সঙ্গে পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণসহ বেশ কয়েকটি সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে–‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’, ‘তেরে লিয়ে’ এবং ‘একতারা’।
জাভেদ ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেছেন। এর আগে তিনি চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন এবং সেই দাম্পত্য জীবনে তাঁদের দুজন সন্তান রয়েছে—অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার এবং চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৩ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৪ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৮ ঘণ্টা আগে