বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় দেড় যুগ ধরে ক্যামেরার সামনে অভিনয় করছেন মোশাররফ করিম। এই দীর্ঘ সময়ে তিনি হাজির হয়েছেন মাত্র ১১টি চলচ্চিত্রে। তুলনায় টিভি নাটকেই বেশি সময় দিয়েছেন। একক নাটক আর ধারাবাহিক মিলিয়ে টিভিতে তাঁর কাজের সংখ্যা কয়েক হাজার। ছবিতে অভিনয়ের প্রসঙ্গ উঠলে বছরকয়েক আগেও মোশাররফ করিম জানাতেন, চলচ্চিত্র নিয়ে তাঁর উচ্চাশা কখনোই তেমন ছিল না। মাঝেমধ্যে পরিচিত নির্মাতাদের অনুরোধেই ছবিতে কাজ করতেন।
তবে সমীকরণ বদলে গেছে এ বছর। ব্রাত্য বসুর পরিচালনায় কলকাতায় ‘ডিকশনারি’ নামে একটি ছবিতে অভিনয় করেন মোশাররফ। মুক্তি পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এছাড়া জুনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ে আসে ওয়েব সিরিজ ‘মহানগর’। দুটি কাজই তুমুল আলোচিত হয়।
এরপরই মূলত ক্যারিয়ার নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন মোশাররফ। টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়ে ধীরে ধীরে তিনি ব্যস্ত হচ্ছেন চলচ্চিত্র এবং ওয়েব ফিল্মে। মোশাররফ করিমের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। নভেম্বর থেকেই শুরু করছেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির শুটিং। এতে আবদুন নূর সজল ও মাহিয়া মাহি অভিনয় করবেন তাঁর সঙ্গে।
আগামী বছরের জানুয়ারি থেকে মোশাররফ করিম শুরু করবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘দ্বিতীয় মানুষ’। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন কলকাতার নায়ক জিৎ। বানাবেন সঞ্জয় সমদ্দার। এছাড়া ‘ডিকশনারি’র পর ব্রাত্য বসুর আরেকটি ছবিতে মোশাররফ করিমের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
সংখ্যাটা এখানেই শেষ নয়। আরও কয়েকজন নির্মাতা তাঁদের ছবির জন্য মোশাররফ করিমকে গল্প শুনিয়েছেন। তিনি পছন্দও করেছেন গল্প। মোশাররফের শিডিউল পেলেই শুরু হবে ছবিগুলোর কাজ। সবমিলিয়ে নাটকের তুলনায় ইদানীং ছবির দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছেন মোশাররফ করিম।
প্রায় দেড় যুগ ধরে ক্যামেরার সামনে অভিনয় করছেন মোশাররফ করিম। এই দীর্ঘ সময়ে তিনি হাজির হয়েছেন মাত্র ১১টি চলচ্চিত্রে। তুলনায় টিভি নাটকেই বেশি সময় দিয়েছেন। একক নাটক আর ধারাবাহিক মিলিয়ে টিভিতে তাঁর কাজের সংখ্যা কয়েক হাজার। ছবিতে অভিনয়ের প্রসঙ্গ উঠলে বছরকয়েক আগেও মোশাররফ করিম জানাতেন, চলচ্চিত্র নিয়ে তাঁর উচ্চাশা কখনোই তেমন ছিল না। মাঝেমধ্যে পরিচিত নির্মাতাদের অনুরোধেই ছবিতে কাজ করতেন।
তবে সমীকরণ বদলে গেছে এ বছর। ব্রাত্য বসুর পরিচালনায় কলকাতায় ‘ডিকশনারি’ নামে একটি ছবিতে অভিনয় করেন মোশাররফ। মুক্তি পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এছাড়া জুনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ে আসে ওয়েব সিরিজ ‘মহানগর’। দুটি কাজই তুমুল আলোচিত হয়।
এরপরই মূলত ক্যারিয়ার নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন মোশাররফ। টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়ে ধীরে ধীরে তিনি ব্যস্ত হচ্ছেন চলচ্চিত্র এবং ওয়েব ফিল্মে। মোশাররফ করিমের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। নভেম্বর থেকেই শুরু করছেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির শুটিং। এতে আবদুন নূর সজল ও মাহিয়া মাহি অভিনয় করবেন তাঁর সঙ্গে।
আগামী বছরের জানুয়ারি থেকে মোশাররফ করিম শুরু করবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘দ্বিতীয় মানুষ’। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন কলকাতার নায়ক জিৎ। বানাবেন সঞ্জয় সমদ্দার। এছাড়া ‘ডিকশনারি’র পর ব্রাত্য বসুর আরেকটি ছবিতে মোশাররফ করিমের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
সংখ্যাটা এখানেই শেষ নয়। আরও কয়েকজন নির্মাতা তাঁদের ছবির জন্য মোশাররফ করিমকে গল্প শুনিয়েছেন। তিনি পছন্দও করেছেন গল্প। মোশাররফের শিডিউল পেলেই শুরু হবে ছবিগুলোর কাজ। সবমিলিয়ে নাটকের তুলনায় ইদানীং ছবির দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছেন মোশাররফ করিম।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
২ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
২ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৫ ঘণ্টা আগে