বিনোদন প্রতিবেদক
রাজধানীর ট্রাফিক সিগন্যালে আটকেপড়া গাড়িগুলোর জানালায় উঁকি দিয়ে দিয়ে ফুল বিক্রির চেষ্টা করছে খেটে খাওয়া এক কিশোরী। তবে সাড়া মিলছে না সহজে। বিক্রি হচ্ছে না ফুল। কড়া রোদে চোখেমুখে ক্লান্তি আর হতাশা নিয়ে একসময় মেয়েটি বসে পড়ে রাস্তার আইল্যান্ডে। এ পর্যন্ত খুব সাদা মাটাই লাগছিলো ভিডিওটি।
কিন্ত পুরো গল্প বদলে গেলো। হঠাৎ এক তরুণ যখন আইল্যান্ডে তার পাশে বসার অনুমতি নিয়ে তার কাছে ফুল চাইলো। মেয়েটিকে বললো, আজ তার প্রিয় মানুষের জন্মদিন। তার জন্য ফুল নিতে হবে। কিন্ত পকেটে কোনো টাকা নেই। এক পর্যায়ে মেয়েটির কাছে বিনামূল্যে ফুল চেয়ে বসলো যুবকটি। তখনো কোনো ফুল বেঁচতে পারেনি মেয়েটি। তবু, যুবকের আবদার পূরণ করতে এক মুহুর্ত দেরি করেনি দ্ররিদ্র পরিবারের দায়িত্ববান ওই মেয়েটি। অচেনা-ছেলেটিকে বিনামূল্যেই ফুল দিয়ে দিলো।
অভাবগ্রস্ত জীবনেও অচেনা মানুষের ইচ্ছে পূরণের এই উদার মানসিকতা সহজেই নাড়া দেবে যে কাউকেই। রমজানে সিঙ্গাপুর ভিত্তিক লাইফ স্টাইল প্রতিষ্ঠান বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মিত সোস্যাল এক্সপেরিমেন্টাল এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জোরেই নজড় কেড়েছে সবার। সমাজের বিত্তবান মানুষেরা দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং আসবে এটা সামাজিক রীতি। কিন্ত দরিদ্রমানুষও যে তার সামান্য সামর্থের মধ্যে মানুষকে সহযোগিতা করার মানসিকতা রাখে, তারই উদাহরণএই ভিডিও চিত্র।
লোভ, লালসা এবং বৈষয়িক প্রতিযোগিতায় সময়ের ব্যবধান আমাদের বদলে দিলেও ‘মানুষ মানুষের জন্য’- এই বাস্তবতা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই কারো। লাফজ’এর ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’তে ফুল বিক্রেতা মেয়েটি মহত্ব আমাদের তাই যেন তাই মনে করিয়ে দেয় আরেকবার।
১০৪ সেকেন্ডের এই ভিডিওর গল্প মনে করিয়ে দেয় মানুষের সহায়তায় মানুষের এগিয়ে আসতে মনের সক্ষমতাই বেশি প্রয়োজন। মানুষের বিবেকবোধ জাগ্রত করতে লাফজের এই উদ্যোগ আমাদের সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলবে এমনটাই মন্তব্য করেছেন অনেকেই।
রাজধানীর ট্রাফিক সিগন্যালে আটকেপড়া গাড়িগুলোর জানালায় উঁকি দিয়ে দিয়ে ফুল বিক্রির চেষ্টা করছে খেটে খাওয়া এক কিশোরী। তবে সাড়া মিলছে না সহজে। বিক্রি হচ্ছে না ফুল। কড়া রোদে চোখেমুখে ক্লান্তি আর হতাশা নিয়ে একসময় মেয়েটি বসে পড়ে রাস্তার আইল্যান্ডে। এ পর্যন্ত খুব সাদা মাটাই লাগছিলো ভিডিওটি।
কিন্ত পুরো গল্প বদলে গেলো। হঠাৎ এক তরুণ যখন আইল্যান্ডে তার পাশে বসার অনুমতি নিয়ে তার কাছে ফুল চাইলো। মেয়েটিকে বললো, আজ তার প্রিয় মানুষের জন্মদিন। তার জন্য ফুল নিতে হবে। কিন্ত পকেটে কোনো টাকা নেই। এক পর্যায়ে মেয়েটির কাছে বিনামূল্যে ফুল চেয়ে বসলো যুবকটি। তখনো কোনো ফুল বেঁচতে পারেনি মেয়েটি। তবু, যুবকের আবদার পূরণ করতে এক মুহুর্ত দেরি করেনি দ্ররিদ্র পরিবারের দায়িত্ববান ওই মেয়েটি। অচেনা-ছেলেটিকে বিনামূল্যেই ফুল দিয়ে দিলো।
অভাবগ্রস্ত জীবনেও অচেনা মানুষের ইচ্ছে পূরণের এই উদার মানসিকতা সহজেই নাড়া দেবে যে কাউকেই। রমজানে সিঙ্গাপুর ভিত্তিক লাইফ স্টাইল প্রতিষ্ঠান বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মিত সোস্যাল এক্সপেরিমেন্টাল এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জোরেই নজড় কেড়েছে সবার। সমাজের বিত্তবান মানুষেরা দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং আসবে এটা সামাজিক রীতি। কিন্ত দরিদ্রমানুষও যে তার সামান্য সামর্থের মধ্যে মানুষকে সহযোগিতা করার মানসিকতা রাখে, তারই উদাহরণএই ভিডিও চিত্র।
লোভ, লালসা এবং বৈষয়িক প্রতিযোগিতায় সময়ের ব্যবধান আমাদের বদলে দিলেও ‘মানুষ মানুষের জন্য’- এই বাস্তবতা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই কারো। লাফজ’এর ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’তে ফুল বিক্রেতা মেয়েটি মহত্ব আমাদের তাই যেন তাই মনে করিয়ে দেয় আরেকবার।
১০৪ সেকেন্ডের এই ভিডিওর গল্প মনে করিয়ে দেয় মানুষের সহায়তায় মানুষের এগিয়ে আসতে মনের সক্ষমতাই বেশি প্রয়োজন। মানুষের বিবেকবোধ জাগ্রত করতে লাফজের এই উদ্যোগ আমাদের সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলবে এমনটাই মন্তব্য করেছেন অনেকেই।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৬ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৭ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৭ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৯ ঘণ্টা আগে