যুক্তরাষ্ট্রে শাকিবের ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ২০: ২৭
আপডেট : ১৫ জুলাই ২০২২, ২০: ৩২

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। এ সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে।

এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। ‘গলুই’ মুক্তি উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলীক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান নিজেও। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিনেতা।

যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনের জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’

দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু এর আগে সেখানে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে সিনেমাটি দেখবেন।’

‘গলুই’ ছবির নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকাপ্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’ গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

শিক্ষায় বড় রদবদল, প্রধান প্রকৌশলীসহ ৩ জনকে ওএসডি

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারই দেশ চালাবে: মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত