বিনোদন ডেস্ক
আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ প্রত্যাশা থাকলেও শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্স অফিসে। ব্যর্থতার পরই অভিনয় থেকে বিরতি নেন আমির। সেই সময়ের অপ্রকাশিত এক ঘটনার কথা এবার জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানিয়েছেন, সবার কাছে দায়ভার স্বীকার করতে পার্টির আয়োজন করেছিলেন আমির।
‘দ্য লালনটপ শো’তে কথা বলার সময় সিনেমাটির ব্যর্থতার পর আমির খান ও অন্যরা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হলো, পাঁচ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে সব সময় খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমি আমির ও পরিচালক অদ্বৈত চন্দন একসঙ্গে বসি। আমরা বিশ্বাস করতে পারিনি এটি ব্যর্থ হতে পারে।’
মুকেশ ছাবরা জানিয়েছেন, আমির সব কলাকুশলীর সম্মানে পার্টির আয়োজন করেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সেখানে আমির সব দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমির সবার উদ্দেশে সেখানে বলেন, ‘দুঃখিত, সিনেমাটি কাজ করেনি, তবে আমাদের উদ্যাপন করা উচিত।’ আমরা অবাক হয়েছিলাম, আমির পার্টি করছে কেন! কে এটা করে? পার্টিতে কারিনা কাপুরসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে আমির বলতে থাকেন, ‘এটা আমর ভুল।’
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। গত বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ প্রত্যাশা থাকলেও শোচনীয়ভাবে ফ্লপ হয় বক্স অফিসে। ব্যর্থতার পরই অভিনয় থেকে বিরতি নেন আমির। সেই সময়ের অপ্রকাশিত এক ঘটনার কথা এবার জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানিয়েছেন, সবার কাছে দায়ভার স্বীকার করতে পার্টির আয়োজন করেছিলেন আমির।
‘দ্য লালনটপ শো’তে কথা বলার সময় সিনেমাটির ব্যর্থতার পর আমির খান ও অন্যরা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানিয়েছেন মুকেশ। তিনি বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করার বিশেষ বিষয় হলো, পাঁচ মিনিট পর আপনি ভুলে যান যে তিনি একজন সুপারস্টার। তাঁকে সব সময় খুব পরিশ্রমী নবাগত অভিনেতা বলে মনে হয়। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমি আমির ও পরিচালক অদ্বৈত চন্দন একসঙ্গে বসি। আমরা বিশ্বাস করতে পারিনি এটি ব্যর্থ হতে পারে।’
মুকেশ ছাবরা জানিয়েছেন, আমির সব কলাকুশলীর সম্মানে পার্টির আয়োজন করেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সেখানে আমির সব দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমির সবার উদ্দেশে সেখানে বলেন, ‘দুঃখিত, সিনেমাটি কাজ করেনি, তবে আমাদের উদ্যাপন করা উচিত।’ আমরা অবাক হয়েছিলাম, আমির পার্টি করছে কেন! কে এটা করে? পার্টিতে কারিনা কাপুরসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে আমির বলতে থাকেন, ‘এটা আমর ভুল।’
‘লাল সিং চাড্ডা’ ছিল সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। গত বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৩ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৪ ঘণ্টা আগে