বিনোদন ডেস্ক
ঢাকা: বিনোদন এখন প্রবেশ করেছে ডিজিটাল যুগ ও জগতে। যেখানে বিনোদনের নতুন মাধ্যমের পাশাপাশি নতুন নতুন প্ল্যাটফর্মগুলোও সহজলভ্য। তাই বিশ্বমানের সময়োপযোগি কনটেন্ট নির্মাণ ছাড়া এই প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন। ঈদের অন্যতম আকর্ষণ এই ওয়েব কনটেন্টগুলো।
সিনেমার স্বাদে ওয়েব
‘মিশন এক্সট্রিম’ খ্যাত প্রোডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’ নির্মাণ করলো ‘বিলাপ’ নামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার, এবং যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ওয়েব সিরিজটি ঈদে ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে। শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ এটি; এতে শরিফুল রাজের সাথে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তিনি। সিরিজে জাকিয়া বারী মম ও রুনা খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
সাত সাহিত্যিকের নাটক
এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট নিয়ে আসছে বঙ্গবিডি। সাহিত্য থেকে কনটেন্ট নির্মাণ করেছে প্ল্যাটফর্মটি। তারা এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। যে কনটেন্টগুলো প্রকাশ পাবে সেগুলো হলো- শহরে টুকরো রোদ, মরণোত্তম, চরের মাস্টার, আলিবাবা ও চালিচার, পাসওয়ার্ড, হাকুল্লা, লাবনী।
শহরে টুকরো রোদ (শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ১ - টুকরো রোদের মতো খাম-উবার) গল্প থেকে পরিচালনা করবেন কমলা রকেট খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ অবলম্বনে কনটেন্ট নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। এই টেলিফিল্মে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, ইমতিয়াজ বর্ষণ, শহীদুজ্জামান সেলিম, মাহিমা প্রমুখ। একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতায় গাঁথা হয়েছে ‘মরণোত্তম’ টেলিফিল্মে। একজন শিক্ষকের আত্মাহুতি তথা আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের নাড়া দেবে। ইলিয়াস কাঞ্চন শিক্ষকের ভূমিকায় এবং ইমতিয়াজ বর্ষণকে কবির ভূমিকায় দেখা যাবে।
রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ অবলম্বনে চরের মাস্টার নির্মাণ করবেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। টেলিফিল্মটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। টেলিফিল্মে দেখা যাবে, শহরের নির্ঝঞ্ঝাট-সচ্ছল জীবন, প্রেমিক, ভালো চাকরি ফেলে গ্রামে চলে যায় এক তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেখানে গিয়ে শুরু করে এক অন্যরকম জীবন।
শিবব্রত বর্মনের ‘আলিবাবা ও চালিচার’ পরিচালনা করবেন অনিমেষ আইচ। টেলিফিল্মে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে দেখা যাবে একজন গৃহিণীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অভিনেতা-পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল ও নূর ইমরান মিঠু। পরিচালক হিসেবেও তাদের পরিচিতি আছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রসিকতার সুরে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘যে হারে ডিরেক্টররা নায়ক হওয়া শুরু করসে, আর্টিস্টদের ভাত সংকট শুরু হবে!’
অনিমেষ আইচ বলেন, ‘সাহিত্য অবলম্বনে একটি টেলিফিল্মে গৃহিণীর চরিত্রে অভিনয় করেছি। মেয়েটির নাম লাবণী। পুরো গল্পে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আবহ রয়েছে। এতে ধনী-গরিব দুই শ্রেণির দুটি পরিবারের গল্প পাওয়া যাবে।’
এছাড়া মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ থেকে পাসওয়ার্ড বানিয়েছেন ওয়াহিদ তারেক। যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’ থেকে টেলিফিল্ম বানিয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি। মারুফ রেহমানের ‘লাবনী’ নির্মাণ করবেন গোলাম হায়দার কিসলু। এছাড়া যোবায়েদ আহসানের ‘ওসি-হতনামা’ ও কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ থেকে নির্মিত হবে ওয়েব সিরিজ।
এরশাদ শিকদারের গল্প
‘বরফ কলের গল্প’ শিরোনামে একটি ওয়েব সিরিজে একজন খুনির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। মফস্বলের এক সাধারণ তরুণের সন্ত্রাসী হয়ে উঠার গল্পে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানান মিলন; এতে তিনি নওশাদ নামে এক খুনীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি এরশাদ শিকদারকে নিয়ে বলে জানা যায়। এরশাদ শিকদার দেশের সবচেয়ে আলোচিত নাম ছিল এক সময়, তার জীবন নিয়ে লেখা বই এদেশে বেস্ট সেলিং বুকের অন্যতম। তার বাড়ি স্বর্ণকমল নিয়েও মানুষের আগ্রহের কমতি ছিল না। তার ফাঁসির আদেশ ও ফাঁসি কার্যকর হবার নিউজ সব পত্রিকার প্রধান শিরোনাম হয়। তাকে নিয়ে সিরিজ নিয়ে তাই সকলের আগ্রহ আছে। আনিসুর রহমান মিলন লুক পরিবর্তন, ওজন কমানো সহ মিলন অনেক কিছুই করেছেন চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলে ধরার জন্য। মাথার চুল একদম ছোট করে ছাঁটা, সাথে ক্লিন শেভ মুখে রুক্ষতা এবং নৃশংসতা আর কুচকানো ভ্রু সহ দুটি চোখে যেন খুনের নেশা।
কে অমানুষ?
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওয়েব সিরিজ ‘অমানুষ’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা। গত বছরের শেষে এর শুটিং শেষ হয়। কিছু জটিলতা কাটিয়ে এই বছর ঈদে প্রচার হবে সিরিজটি।
সামাজিক গল্পে এতে থাকবে সিনেমাটিক স্বাদ। মানুষের কাছে অনমানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজন মানুষের ভেতরে যে একজন মানুষ বসবাস করে, আবার মানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজনের ভেতরেও যে অমানুষ থাকে। সেটা তোলে ধরা হবে ফিল্মটি।
সঞ্জয় সমাদ্দার জানালেন, ‘এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবন ব্যপি বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু কে সামনে নিয়ে আসা হবে। অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে এই গল্পের মাধ্যমে।’ এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন।
মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ‘যে শহরে টাকা ওড়ে’ নামের একটি নাটক। যা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। অমানুষ ওটিটি প্লাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে বলে।
প্রথমবারের মতো ওয়েবে মৌ
লন্ডন ব্রডকাস্ট করপোরেশনের (এলবিসি) আওতায় বাংলাদেশে কাজ করছে আড্ডা টাইমস ও ইরোজ নাও। এই দুটি প্ল্যাটফর্মের মধ্য থেকে ইরোজ নাওতে মুক্তি পাবে সিক্স নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের সিরিজে আরও অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী। সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ।
চঞ্চলের চমক
ছোটপর্দার আলোচিত নির্মাতা সোহরাব হোসেন দোদুল সিনেমার পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন গত বছর ‘সাপলুডু’ সিনেমার মধ্য দিয়ে। ‘ডার্করুম’ নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।
ঈদে উপলক্ষে সিনেম্যাটিক অ্যাপে আসছে ওয়েব ফিল্মটি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন দেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সাথে আছেন অভিনেত্রী তারিন জাহান এবং আজমেরী হক বাঁধন।
আসছে ঈদের শুভেচ্ছা নিয়ে, মুক্তি পাবে সিনেমেটিক-এ। জানা গেছে, ‘ডার্করুম’-এ ভিন্ন ভিন্ন কয়েকটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। থ্রিলার গল্পে চমক ও নতুনত্ব থাকবে অন্যদুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নন্দিত অভিনেত্রী তারিন এবং লাক্স তারকা খ্যাত বাঁধনের চরিত্রগুলোতেও।
ঢাকা: বিনোদন এখন প্রবেশ করেছে ডিজিটাল যুগ ও জগতে। যেখানে বিনোদনের নতুন মাধ্যমের পাশাপাশি নতুন নতুন প্ল্যাটফর্মগুলোও সহজলভ্য। তাই বিশ্বমানের সময়োপযোগি কনটেন্ট নির্মাণ ছাড়া এই প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন। ঈদের অন্যতম আকর্ষণ এই ওয়েব কনটেন্টগুলো।
সিনেমার স্বাদে ওয়েব
‘মিশন এক্সট্রিম’ খ্যাত প্রোডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’ নির্মাণ করলো ‘বিলাপ’ নামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার, এবং যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ওয়েব সিরিজটি ঈদে ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে। শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ এটি; এতে শরিফুল রাজের সাথে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তিনি। সিরিজে জাকিয়া বারী মম ও রুনা খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
সাত সাহিত্যিকের নাটক
এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট নিয়ে আসছে বঙ্গবিডি। সাহিত্য থেকে কনটেন্ট নির্মাণ করেছে প্ল্যাটফর্মটি। তারা এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। যে কনটেন্টগুলো প্রকাশ পাবে সেগুলো হলো- শহরে টুকরো রোদ, মরণোত্তম, চরের মাস্টার, আলিবাবা ও চালিচার, পাসওয়ার্ড, হাকুল্লা, লাবনী।
শহরে টুকরো রোদ (শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ১ - টুকরো রোদের মতো খাম-উবার) গল্প থেকে পরিচালনা করবেন কমলা রকেট খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ অবলম্বনে কনটেন্ট নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। এই টেলিফিল্মে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, ইমতিয়াজ বর্ষণ, শহীদুজ্জামান সেলিম, মাহিমা প্রমুখ। একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতায় গাঁথা হয়েছে ‘মরণোত্তম’ টেলিফিল্মে। একজন শিক্ষকের আত্মাহুতি তথা আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের নাড়া দেবে। ইলিয়াস কাঞ্চন শিক্ষকের ভূমিকায় এবং ইমতিয়াজ বর্ষণকে কবির ভূমিকায় দেখা যাবে।
রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ অবলম্বনে চরের মাস্টার নির্মাণ করবেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। টেলিফিল্মটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। টেলিফিল্মে দেখা যাবে, শহরের নির্ঝঞ্ঝাট-সচ্ছল জীবন, প্রেমিক, ভালো চাকরি ফেলে গ্রামে চলে যায় এক তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেখানে গিয়ে শুরু করে এক অন্যরকম জীবন।
শিবব্রত বর্মনের ‘আলিবাবা ও চালিচার’ পরিচালনা করবেন অনিমেষ আইচ। টেলিফিল্মে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে দেখা যাবে একজন গৃহিণীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অভিনেতা-পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল ও নূর ইমরান মিঠু। পরিচালক হিসেবেও তাদের পরিচিতি আছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রসিকতার সুরে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘যে হারে ডিরেক্টররা নায়ক হওয়া শুরু করসে, আর্টিস্টদের ভাত সংকট শুরু হবে!’
অনিমেষ আইচ বলেন, ‘সাহিত্য অবলম্বনে একটি টেলিফিল্মে গৃহিণীর চরিত্রে অভিনয় করেছি। মেয়েটির নাম লাবণী। পুরো গল্পে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আবহ রয়েছে। এতে ধনী-গরিব দুই শ্রেণির দুটি পরিবারের গল্প পাওয়া যাবে।’
এছাড়া মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ থেকে পাসওয়ার্ড বানিয়েছেন ওয়াহিদ তারেক। যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’ থেকে টেলিফিল্ম বানিয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি। মারুফ রেহমানের ‘লাবনী’ নির্মাণ করবেন গোলাম হায়দার কিসলু। এছাড়া যোবায়েদ আহসানের ‘ওসি-হতনামা’ ও কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ থেকে নির্মিত হবে ওয়েব সিরিজ।
এরশাদ শিকদারের গল্প
‘বরফ কলের গল্প’ শিরোনামে একটি ওয়েব সিরিজে একজন খুনির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। মফস্বলের এক সাধারণ তরুণের সন্ত্রাসী হয়ে উঠার গল্পে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানান মিলন; এতে তিনি নওশাদ নামে এক খুনীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি এরশাদ শিকদারকে নিয়ে বলে জানা যায়। এরশাদ শিকদার দেশের সবচেয়ে আলোচিত নাম ছিল এক সময়, তার জীবন নিয়ে লেখা বই এদেশে বেস্ট সেলিং বুকের অন্যতম। তার বাড়ি স্বর্ণকমল নিয়েও মানুষের আগ্রহের কমতি ছিল না। তার ফাঁসির আদেশ ও ফাঁসি কার্যকর হবার নিউজ সব পত্রিকার প্রধান শিরোনাম হয়। তাকে নিয়ে সিরিজ নিয়ে তাই সকলের আগ্রহ আছে। আনিসুর রহমান মিলন লুক পরিবর্তন, ওজন কমানো সহ মিলন অনেক কিছুই করেছেন চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলে ধরার জন্য। মাথার চুল একদম ছোট করে ছাঁটা, সাথে ক্লিন শেভ মুখে রুক্ষতা এবং নৃশংসতা আর কুচকানো ভ্রু সহ দুটি চোখে যেন খুনের নেশা।
কে অমানুষ?
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওয়েব সিরিজ ‘অমানুষ’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা। গত বছরের শেষে এর শুটিং শেষ হয়। কিছু জটিলতা কাটিয়ে এই বছর ঈদে প্রচার হবে সিরিজটি।
সামাজিক গল্পে এতে থাকবে সিনেমাটিক স্বাদ। মানুষের কাছে অনমানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজন মানুষের ভেতরে যে একজন মানুষ বসবাস করে, আবার মানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজনের ভেতরেও যে অমানুষ থাকে। সেটা তোলে ধরা হবে ফিল্মটি।
সঞ্জয় সমাদ্দার জানালেন, ‘এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবন ব্যপি বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু কে সামনে নিয়ে আসা হবে। অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে এই গল্পের মাধ্যমে।’ এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন।
মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ‘যে শহরে টাকা ওড়ে’ নামের একটি নাটক। যা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। অমানুষ ওটিটি প্লাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে বলে।
প্রথমবারের মতো ওয়েবে মৌ
লন্ডন ব্রডকাস্ট করপোরেশনের (এলবিসি) আওতায় বাংলাদেশে কাজ করছে আড্ডা টাইমস ও ইরোজ নাও। এই দুটি প্ল্যাটফর্মের মধ্য থেকে ইরোজ নাওতে মুক্তি পাবে সিক্স নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের সিরিজে আরও অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী। সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ।
চঞ্চলের চমক
ছোটপর্দার আলোচিত নির্মাতা সোহরাব হোসেন দোদুল সিনেমার পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন গত বছর ‘সাপলুডু’ সিনেমার মধ্য দিয়ে। ‘ডার্করুম’ নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।
ঈদে উপলক্ষে সিনেম্যাটিক অ্যাপে আসছে ওয়েব ফিল্মটি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন দেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সাথে আছেন অভিনেত্রী তারিন জাহান এবং আজমেরী হক বাঁধন।
আসছে ঈদের শুভেচ্ছা নিয়ে, মুক্তি পাবে সিনেমেটিক-এ। জানা গেছে, ‘ডার্করুম’-এ ভিন্ন ভিন্ন কয়েকটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। থ্রিলার গল্পে চমক ও নতুনত্ব থাকবে অন্যদুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নন্দিত অভিনেত্রী তারিন এবং লাক্স তারকা খ্যাত বাঁধনের চরিত্রগুলোতেও।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
১ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
১ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
২ ঘণ্টা আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৪ ঘণ্টা আগে