কবে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’, প্রশ্ন সবার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ২১: ২৯

‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ নামে একটি সিনেমা বানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। বিদেশের বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। কিন্তু বাংলাদেশেই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সাড়ে তিন বছর ধরে সেনসর বোর্ডের গ্যাড়াকলে আটকে আছে ‘শনিবার বিকেল’। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ফেসবুকে সরব হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গত ৭ আগস্ট ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘আমি একটা ছবি বানাইছি শনিবার বিকেল নামে। যেটা সেনসর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেনসর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। এবং তারপর বলে দিলো, ছবি ব্যান। আমরা আপিল করলাম। আজকে সাড়ে তিন বছর হলো আপিলের। কোনো উত্তর নাই।’

মঙ্গলবার আরেক স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘আমার কত রাত গেছে অনিদ্রায়। কত দিন গেছে ক্ষমতাবানদের দুয়ারে হাত মুছতে মুছতে। কত দুপুর গেছে রাগে অন্ধ হয়ে। কত বছর গেছে নিজের চিৎকার নিজেই গিলে ফেলে। ধন্যবাদ, হে রাষ্ট্র! ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই। সুতরাং, ঠিকই আছে। তোমাকে ধন্যবাদ, আমাকে ঠিকঠাক সাইজ করার জন্য। ব্যাচেলরের সময় তুমি ভাবছ আমার ছবি সমাজ নষ্ট করে ফেলবে। মেড ইন বাংলাদেশে ভাবছো এই ছবি দেশ ধ্বংস করবে। সুতরাং দেড় বছর সেনসর জেলে রাখছো! ঠিকই আছে। থার্ড পারসন সিঙ্গুলারের জন্য সেন্সরের জেলটা একটা বোধ হয় কম হয়ে গেছিলো। অপরাধ বিবেচনায় ঐ ছবি আটকে রাখা উচিত ছিলো তিন বছর। যাই হোক শনিবার বিকেলে সেটা পুষিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। উঠতে বসতে এইভাবে পিটিয়ে ছাল তোলার জন্য কৃতজ্ঞ।’

‘শনিবার বিকেল’ সেনসর ছাড়পত্রের জন্য ফারুকীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের প্রখ্যাত নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ফেসবুক পোস্টে সবাই জানতে চাচ্ছেন সিনেমাটি আটকে রাখার কারণ। দ্রুতই সেনসর ছাড়পত্র দিয়ে দেশের দর্শকদেরকে ‘শনিবার বিকেল’ দেখার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছেন তাঁরা।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম লিখেছেন, ‘বাংলাদেশের বাইরের স্ক্রিনে মানুষ বাংলাদেশের চলচ্চিত্র দেখছে, অথচ আমরা নিজের দেশের চলচ্চিত্র দেখতে পারছি না সেনসরশিপের কারণে। এ সমস্যাগুলোর সমাধান হোক! শনিবার বিকেল দেখতে চাই।’

নির্মাতা অমিতাভ রেজা সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘শনিবার বিকেল মুক্তি পাক’। নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘শনিবার বিকেল সিনেমার সেনসর ছাড়পত্র দেওয়া হোক।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল দেখার জন্য সেই শুটিং চলার সময় থেকে অপেক্ষা করে আছি যা সেনসর বোর্ড আটকে দিয়েছে। এই সিনেমাটি বিদেশে অনেক প্রশংসিত হয়েছে। মনে হচ্ছে, এই জোয়ারে সিনেমাটি যেন মুক্তি পায়।’

‘শনিবার বিকেল’ সম্পর্কিত একটি সংবাদ শেয়ার করে নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, ‘লাইভে এসে আত্মহত্যা দেখি, বিডিআর বিদ্রোহ লাইভ দেখি, বিশ্বজিতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মেরে ফেলতে দেখি, পি কে হালদারের দূর্নীতি তাও দেখি শান্ত দুচোখে। একটা সিনেমা দেখতে গেলেই হয়তো আমাদের ঘুমিয়ে থাকা গত জন্মে মৃত আত্মা জেগে উঠবে। তাই দেখি না, দেখাতে পারি না । শনিবারের বিকেল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি সিনেমা, তিন বছর ধরে পড়ে আছে তিমিরে। সিনেমার সঙ্গে কেন এমন ফ্যাসিস্ট আচরণ?’

নির্মাতা মেজবাউর রহমান সুমন, আবু শাহেদ ইমন, রেদোয়ান রনি, মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব, আশফাক নিপুণ, রায়হান রাফী, সঞ্জয় সমদ্দার, শঙ্খ দাশগুপ্তসহ অনেকেই সরব হয়েছে ‘শনিবার বিকেল’-এর পক্ষে। দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও কথা বলছেন সিনেমাটি নিয়ে।

জানা গেছে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন ফারুকী। মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিস সহ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার বিকেল প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা।

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ভারতের শ্যাম সুন্দর দে।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

শিক্ষায় বড় রদবদল, প্রধান প্রকৌশলীসহ ৩ জনকে ওএসডি

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারই দেশ চালাবে: মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত