বিনোদন প্রতিবেদক, ঢাকা
উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।
গতকাল শুক্রবার উৎসবে এ বছরের ছবিগুলোর নাম ঘোষণা করেছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কারসহ অন্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার পরিচালিত প্রথম ছবি পায়ের তলায় মাটি নাই।
এ ছাড়া উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টিসহ মোট ১৫টি ছবি।
আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় পায়ের তলায় মাটি নাই ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ফেস্টিভ্যাল এটি। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের ছবির যে জোয়ার বইছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল পায়ের তলায় মাটি নাই। এবার আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লাখ রুপি পুরস্কার জিতবে ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।
উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।
গতকাল শুক্রবার উৎসবে এ বছরের ছবিগুলোর নাম ঘোষণা করেছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কারসহ অন্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার পরিচালিত প্রথম ছবি পায়ের তলায় মাটি নাই।
এ ছাড়া উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টিসহ মোট ১৫টি ছবি।
আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় পায়ের তলায় মাটি নাই ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ফেস্টিভ্যাল এটি। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের ছবির যে জোয়ার বইছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল পায়ের তলায় মাটি নাই। এবার আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লাখ রুপি পুরস্কার জিতবে ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৩ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৩ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৭ ঘণ্টা আগে