ভারতীয় প্রযোজক ও পাকিস্তানি পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৯
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১: ৩১

ভারতীয় প্রযোজক রাজ গুপ্তা ও পাকিস্তানি পরিচালক সৈয়দ এহসান আলি জাইদির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ। আজারবাইজানের বাকুতে সিনেমার শুটিং চলার সময় তাঁরা যৌন হয়রানি করেন বলে ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি অভিযোগ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই খবর জানা যায়।

ওই ভিডিওর বরাতে প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ওই দুজনের সঙ্গে আজারবাইজানের বাকুতে যান পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ। তিনি যে হোটেলে ছিলেন সেখানে এহসান আলি জাইদি ও রাজ গুপ্তা যৌনকর্মীদের নিয়ে আসেন। তাঁরা মেহরীনকেও ‘অশ্লীল’ প্রস্তাব দেন। তাঁদের ডাকে সাড়া না দেওয়ায় মেহরীনের সঙ্গে খারাপ আচরণ করেন তাঁরা। 

ভিডিওতে মেহরীন আরও বলেন, তাঁকে আজারবাইজানে আটকে রাখা হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কারণে তাঁর সঙ্গে শুধু খারাপ ব্যবহার নয়, তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি। না খেয়ে কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এরপরও তাঁর চিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি এখনো তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন তাঁরা। তিনি দেশে ফিরতে চাইলেও প্রযোজক তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করে দেননি। তাই বাধ্য হয়েই অভিনেত্রী নিজেই দেশে ফেরার টিকিট কাটেন।

পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহপরিচালক সৈয়দ এহসান আলি জাইদি ও প্রযোজক রাজ গুপ্তার কাছ থেকে সাবধান থাকার জন্যও ভিডিওতে অন্য অভিনেত্রীদের সতর্ক করেন মেহরীন। 

এ বিষয়ে এহসান আলি জাইদি ও প্রযোজক রাজ গুপ্তার কোনো ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে ছিল না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত