বিনোদন ডেস্ক
ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৩ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৪ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৫ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৯ ঘণ্টা আগে