বিনোদন ডেস্ক
‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর চার বছরের লম্বা বিরতি। এরপর ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে ইতিহাস, বলিউড বাদশাহ ফিরেছেন তাঁর আপন মেজাজে। সর্বশেষ দুটো সিনেমার প্রচারে শাহরুখকে তেমন বাইরের ইভেন্টে না পাওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছিলেন বেশ সরব।
এই সময়টায় ‘আস্ক এসআরকে’, সেশনে, ভক্তদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ। ভক্তদের নানা প্রশ্নের উত্তর, রসিকতায়-মজার ছলে কাজের এবং নিজের কথা জানাতে ওই সেশনে তিনি নিয়মিত হাজির হয়েছেন।
কিন্তু এই সেশন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। মোবাইল হাতে নিয়ে বা কম্পিউটার-ল্যাপটপের সামনে বসে অচেনা-অজানা লোকজনের সঙ্গে শাহরুখের হাসিঠাট্টার সময় কোথায়? দিনরাত শুটিংয়ে যেখানে বাড়ি ফেরাও দায়। তখনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে ‘এসআরকে সেশনে’ শাহরুখ হাজির হয়েছেন নিয়মিত।
তাই অনেকের জিজ্ঞাসা, ওই সেশনের সব প্রশ্নের উত্তর কি শাহরুখ নিজে দেন? নাকি নায়কের হয়ে অন্য কেউ বা তাঁর টিম কাজটি করেন। ‘এসআরকে’ সেশনের উত্তরদাতা আসলে কে?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রশ্ন সবখানে ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরে। কয়েক দিন আগে মুম্বাইয়ে ‘এসআরকে সেশন’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ নিজে সেই প্রসঙ্গ তুলে ধোঁয়াশা দূর করেন।
‘আজকে একটা ব্যাপার স্পষ্ট করা প্রয়োজন’ বলে মাইক্রোফোন হাতে একটু সিরিয়াস ভঙ্গিতে শাহরুখ যখন অনুষ্ঠানে কথা বলা শুরু করেন, তখন নড়েচড়ে ওঠেন উপস্থিত দর্শক।
শাহরুখ বলেন, ‘অনেকে জানতে চেয়েছেন আমার সেশনে আমার হয়ে অন্য কেউ কথা বলেন কি না। আমার প্রিয় ভক্তদের বলতে চাই, ব্যক্তিগত সব প্রশ্নের উত্তর আমি নিজে দিই। তবে কাজের বিষয়ে কোনো প্রশ্ন করা হলে আমি সেই উত্তর দিতে টিমের সহায়তা নিই। কিন্তু সব কথা আমি নিজে লিখি।’
এই ‘এসআরকে’ সেশনেই শাহরুখ জানিয়েছিলেন কবে তাঁর বিরতি শেষ হতে চলেছে, কেনইবা চার বছর তিনি ছিলেন আড়ালে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ হয়ে শাহরুখ কবে আসবেন, কী চমক দেখাবেন, কেন ‘জওয়ান’এ শাহরুখ ন্যাড়া মাথার লুক বেছে নিয়েছিলেন-ভক্তদের সেসব কৌতূহলও শাহরুখ মিটিয়েছেন এই সেশনে এসে।
‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর চার বছরের লম্বা বিরতি। এরপর ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে ইতিহাস, বলিউড বাদশাহ ফিরেছেন তাঁর আপন মেজাজে। সর্বশেষ দুটো সিনেমার প্রচারে শাহরুখকে তেমন বাইরের ইভেন্টে না পাওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছিলেন বেশ সরব।
এই সময়টায় ‘আস্ক এসআরকে’, সেশনে, ভক্তদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ। ভক্তদের নানা প্রশ্নের উত্তর, রসিকতায়-মজার ছলে কাজের এবং নিজের কথা জানাতে ওই সেশনে তিনি নিয়মিত হাজির হয়েছেন।
কিন্তু এই সেশন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। মোবাইল হাতে নিয়ে বা কম্পিউটার-ল্যাপটপের সামনে বসে অচেনা-অজানা লোকজনের সঙ্গে শাহরুখের হাসিঠাট্টার সময় কোথায়? দিনরাত শুটিংয়ে যেখানে বাড়ি ফেরাও দায়। তখনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে ‘এসআরকে সেশনে’ শাহরুখ হাজির হয়েছেন নিয়মিত।
তাই অনেকের জিজ্ঞাসা, ওই সেশনের সব প্রশ্নের উত্তর কি শাহরুখ নিজে দেন? নাকি নায়কের হয়ে অন্য কেউ বা তাঁর টিম কাজটি করেন। ‘এসআরকে’ সেশনের উত্তরদাতা আসলে কে?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রশ্ন সবখানে ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরে। কয়েক দিন আগে মুম্বাইয়ে ‘এসআরকে সেশন’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ নিজে সেই প্রসঙ্গ তুলে ধোঁয়াশা দূর করেন।
‘আজকে একটা ব্যাপার স্পষ্ট করা প্রয়োজন’ বলে মাইক্রোফোন হাতে একটু সিরিয়াস ভঙ্গিতে শাহরুখ যখন অনুষ্ঠানে কথা বলা শুরু করেন, তখন নড়েচড়ে ওঠেন উপস্থিত দর্শক।
শাহরুখ বলেন, ‘অনেকে জানতে চেয়েছেন আমার সেশনে আমার হয়ে অন্য কেউ কথা বলেন কি না। আমার প্রিয় ভক্তদের বলতে চাই, ব্যক্তিগত সব প্রশ্নের উত্তর আমি নিজে দিই। তবে কাজের বিষয়ে কোনো প্রশ্ন করা হলে আমি সেই উত্তর দিতে টিমের সহায়তা নিই। কিন্তু সব কথা আমি নিজে লিখি।’
এই ‘এসআরকে’ সেশনেই শাহরুখ জানিয়েছিলেন কবে তাঁর বিরতি শেষ হতে চলেছে, কেনইবা চার বছর তিনি ছিলেন আড়ালে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ হয়ে শাহরুখ কবে আসবেন, কী চমক দেখাবেন, কেন ‘জওয়ান’এ শাহরুখ ন্যাড়া মাথার লুক বেছে নিয়েছিলেন-ভক্তদের সেসব কৌতূহলও শাহরুখ মিটিয়েছেন এই সেশনে এসে।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৬ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৭ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১১ ঘণ্টা আগে