বিনোদন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১৩ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১৩ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৫ ঘণ্টা আগে