বিনোদন ডেস্ক
হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।
হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১২ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৩ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৭ ঘণ্টা আগে