বিনোদন ডেস্ক
প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
ইউটিউবে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন ৯০ দশকের জুটি, শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘তাপসীকে শাহরুখের সঙ্গে বেশ মানিয়েছে।’
এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর আজ বুধবার প্রকাশ্যে এল ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘ডানকি’ মুক্তির এক মাস আগে গানটি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
সিনেমাটিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর তাপসী মানুর ভূমিকায়। মানুর প্রতি হার্ডির দুর্বলতা প্রকাশ পেয়েছে গানটিতে। রোম্যান্টিক গানটিতে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
ইউটিউবে এক ভক্ত লিখেছেন, ‘এ যেন ৯০ দশকের জুটি, শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘তাপসীকে শাহরুখের সঙ্গে বেশ মানিয়েছে।’
এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’ ছবির প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর আজ বুধবার প্রকাশ্যে এল ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৫ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৫ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৯ ঘণ্টা আগে