অনলাইন ডেস্ক
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৪ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৫ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৬ ঘণ্টা আগে