অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
২ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
২ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৫ ঘণ্টা আগে