বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীকাল ১৮ নভেম্বর তাঁর ৪০ তম জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। কিন্তু মুক্তির ঠিক আগে আগে নয়নতারা এ তথ্যচিত্র নিয়ে অন্যতম জনপ্রিয় তারকা ও প্রযোজক ধানুশের সঙ্গে জড়িয়ে পড়েছেন দ
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
৬ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
৬ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
৬ ঘণ্টা আগে