বর্ণাঢ্য আয়োজনে ডিআইইউতে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৮: ৫৮
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ০২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠান হয়। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর ছিল সদ্য বিশ্ববিদ্যালয়ে পা রাখা শিক্ষার্থীদের পদচারণে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ইসমাইল জবিউল্লাহ, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

এবারের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড ২০২৩’ প্রবর্তন করে। খেলাধুলা, লেখাপড়া ও মানবিক মূল্যবোধের বিচারে এবারের ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড’ অর্জন করেন কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অনিক হাসান জয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাব তাদের নিজস্ব কর্মকাণ্ড তুলে ধরে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। আয়োজনের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিয়মাবলি সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন বক্তারা। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত