মো. আব্দুল হান্নান
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ও ভালো আছো। অবশেষে তোমাদের এসএসসি পরীক্ষায় গ্রুপভিত্তিক বিষয়গুলোয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এ জন্য পরীক্ষাপূর্ব প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় সম্পর্কে তোমাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো।
হিসাববিজ্ঞান বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। বহুনির্বাচনি ১৫ নম্বর (মোট ৩০টি প্রশ্ন থেকে যেকোনো ১৫টির উত্তর দিতে হবে), সময় ১৫ মিনিট। এবং সৃজনশীল ৩০ নম্বর (মোট ১১টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে), সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। যদিও বহুনির্বাচনি প্রশ্নে ৩০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নে ২ ঘণ্টা ৩০ মিনিট উল্লেখ থাকবে। আবার সৃজনশীল প্রশ্নে ক বিভাগ (আবশ্যিক) হতে ২টি এবং খ বিভাগ থেকে যেকোনো ৫টি মোট ৭টি উল্লেখ থাকলেও মোট ১১টি প্রশ্ন হতে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। হিসাববিজ্ঞান বিষয়ে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ৩টি করে (ক, খ ও গ) প্রশ্ন দেওয়া থাকবে। ক-এর জন্য ২ নম্বর, খ-এর জন্য ৪ নম্বর এবং গ-এর জন্য ৪ নম্বর থাকবে।
তোমাদের হয়তো মনে হতে পারে, ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৩টির উত্তর করা খুব সহজ; কিন্তু সহজ ভেবে অবহেলা করা মোটেও উচিত হবে না। যতটুকু সময় হাতে আছে তার পূর্ণ ব্যবহার করতে হবে। হিসাববিজ্ঞান বিষয়ে যেহেতু গাণিতিক সমস্যা থাকে, তাই এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে হবে বা এই বিষয়ে দক্ষ হতে হবে। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে উল্লিখিত অধ্যায়গুলো বেশি বেশি অনুশীলন করতে হবে। কোনো অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে হলে প্রথমে সেই অধ্যায়ের তাত্ত্বিক আলোচনা (থিয়োরি) মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ, তত্ত্বের মধ্যেই সেই অধ্যায়ের অঙ্কগুলো কোন নিয়মে করতে হবে, তার আলোচনা থাকে। আবার আলোচনার মাঝে মাঝে কিছু উদাহরণ থাকে। দেখা যায়, সেই আলোচনা ও উদাহরণের আলোকে অনুশীলনীর অঙ্কগুলো দেওয়া থাকে। এভাবে অঙ্কের নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে।
বিভিন্ন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কোন প্রশ্নগুলো বারবার আসে, সেগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। মূল বই থেকে সরাসরি প্রশ্ন না থাকলেও মূল বইয়ের অনুকরণে প্রশ্ন করা হয়, তাই মূল বইয়ের অঙ্কগুলোর ওপর দক্ষতা থাকা জরুরি। হিসাববিজ্ঞান অঙ্ক করতে হলে কিছু কিছু বিষয় আছে যা মুখস্থ থাকতে হবে। যেমন: ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, লাভ/ক্ষতি নির্ণয়ের সূত্র, মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্র, চালান, ক্যাশমেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ইত্যাদির ছক ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র মুখস্থ রাখতে হবে। এসব ভুলে গেলে জানা প্রশ্নের উত্তর ভুল হতে পারে। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই বহুনির্বাচনি ও সৃজনশীল বারবার রিভিশন দিতে হবে।
হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তরে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তাই বেশির ভাগ শিক্ষার্থী সব সময়ই হিসাববিজ্ঞান অঙ্ক করতেই বেশি পছন্দ করে থাকে। তারা বহুনির্বাচনী অংশকে গুরুত্ব কম দেয়, যা মোটেও ঠিক নয়। কোনো শিক্ষার্থী যদি বহুনির্বাচনির নির্ধারিত সব কটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে, তাহলে তার জন্য জিপিএ-৫ পাওয়া সহজ হয়ে যায়। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর করার জন্য অবশ্যই মূল বই যত্নসহকারে বারবার পড়তে হবে।
মো. আব্দুল হান্নান
সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ও ভালো আছো। অবশেষে তোমাদের এসএসসি পরীক্ষায় গ্রুপভিত্তিক বিষয়গুলোয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এ জন্য পরীক্ষাপূর্ব প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় সম্পর্কে তোমাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো।
হিসাববিজ্ঞান বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। বহুনির্বাচনি ১৫ নম্বর (মোট ৩০টি প্রশ্ন থেকে যেকোনো ১৫টির উত্তর দিতে হবে), সময় ১৫ মিনিট। এবং সৃজনশীল ৩০ নম্বর (মোট ১১টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে), সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। যদিও বহুনির্বাচনি প্রশ্নে ৩০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নে ২ ঘণ্টা ৩০ মিনিট উল্লেখ থাকবে। আবার সৃজনশীল প্রশ্নে ক বিভাগ (আবশ্যিক) হতে ২টি এবং খ বিভাগ থেকে যেকোনো ৫টি মোট ৭টি উল্লেখ থাকলেও মোট ১১টি প্রশ্ন হতে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। হিসাববিজ্ঞান বিষয়ে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ৩টি করে (ক, খ ও গ) প্রশ্ন দেওয়া থাকবে। ক-এর জন্য ২ নম্বর, খ-এর জন্য ৪ নম্বর এবং গ-এর জন্য ৪ নম্বর থাকবে।
তোমাদের হয়তো মনে হতে পারে, ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৩টির উত্তর করা খুব সহজ; কিন্তু সহজ ভেবে অবহেলা করা মোটেও উচিত হবে না। যতটুকু সময় হাতে আছে তার পূর্ণ ব্যবহার করতে হবে। হিসাববিজ্ঞান বিষয়ে যেহেতু গাণিতিক সমস্যা থাকে, তাই এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে হবে বা এই বিষয়ে দক্ষ হতে হবে। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে উল্লিখিত অধ্যায়গুলো বেশি বেশি অনুশীলন করতে হবে। কোনো অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে হলে প্রথমে সেই অধ্যায়ের তাত্ত্বিক আলোচনা (থিয়োরি) মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ, তত্ত্বের মধ্যেই সেই অধ্যায়ের অঙ্কগুলো কোন নিয়মে করতে হবে, তার আলোচনা থাকে। আবার আলোচনার মাঝে মাঝে কিছু উদাহরণ থাকে। দেখা যায়, সেই আলোচনা ও উদাহরণের আলোকে অনুশীলনীর অঙ্কগুলো দেওয়া থাকে। এভাবে অঙ্কের নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে।
বিভিন্ন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কোন প্রশ্নগুলো বারবার আসে, সেগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। মূল বই থেকে সরাসরি প্রশ্ন না থাকলেও মূল বইয়ের অনুকরণে প্রশ্ন করা হয়, তাই মূল বইয়ের অঙ্কগুলোর ওপর দক্ষতা থাকা জরুরি। হিসাববিজ্ঞান অঙ্ক করতে হলে কিছু কিছু বিষয় আছে যা মুখস্থ থাকতে হবে। যেমন: ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, লাভ/ক্ষতি নির্ণয়ের সূত্র, মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্র, চালান, ক্যাশমেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ইত্যাদির ছক ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র মুখস্থ রাখতে হবে। এসব ভুলে গেলে জানা প্রশ্নের উত্তর ভুল হতে পারে। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই বহুনির্বাচনি ও সৃজনশীল বারবার রিভিশন দিতে হবে।
হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তরে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তাই বেশির ভাগ শিক্ষার্থী সব সময়ই হিসাববিজ্ঞান অঙ্ক করতেই বেশি পছন্দ করে থাকে। তারা বহুনির্বাচনী অংশকে গুরুত্ব কম দেয়, যা মোটেও ঠিক নয়। কোনো শিক্ষার্থী যদি বহুনির্বাচনির নির্ধারিত সব কটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে, তাহলে তার জন্য জিপিএ-৫ পাওয়া সহজ হয়ে যায়। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর করার জন্য অবশ্যই মূল বই যত্নসহকারে বারবার পড়তে হবে।
মো. আব্দুল হান্নান
সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে যেভাবে সহজতর করে তুলছে, সেখানে বই পড়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। এখন বই পড়ার জন্য পৃষ্ঠা ওল্টানোর প্রয়োজন নেই। অডিওবুকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনকভাবে করতে পারছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯ তম সম্মেলনে (কপ ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা
১৪ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৭ ঘণ্টা আগে