ঢাবি প্রতিনিধি
‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’ লেখা প্ল্যাকার্ড হাতে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বুয়েটের শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মিজানুর রহমান বরাবর ২ হাজার ৫ শত এর বেশি শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দাও’, ‘সারা দেশে অফলাইন বুয়েট কেন অনলাইন’, ‘অনলাইনে বন্দী থাকব না’ সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, বর্তমানে বুয়েটের ৮০ শতাংশের বেশি সংখ্যক শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছে। এই সংখ্যাটি আরও বড়, কেননা নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বিআইআইএসের মাধ্যমে নিজের ভ্যাক্সিনেশনের অবস্থা জানাতে পারেনি। বুয়েটের প্রায় সকল শিক্ষার্থীই এখন অন্তত এক ডোজ ভ্যাকসিন প্রাপ্ত।
শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতোই অনেক শিক্ষার্থী ক্লাস করতে চাইবে না। তাই যত দ্রুত সম্ভব হল খুলে দিতে হবে এবং ক্লাস শুরু করতে হবে।
এ ছাড়া হল খোলার স্বার্থে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া বাকি থাকে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা ২ হাজার ৫শ এর বেশি শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষরের মাধ্যমে তাঁদের মতামত নিয়েছি। সবাই হল খুলে তারপর সেমিস্টার শুরুর ব্যাপারে একমত হয়েছেন। আমরা স্মারকলিপি দিয়েছি, আশা করি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। আমরা সহজ পন্থায় চেষ্টা করছি, কিন্তু দাবি না মানা হলে কঠোর আন্দোলনেও যাব।
‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’ লেখা প্ল্যাকার্ড হাতে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বুয়েটের শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মিজানুর রহমান বরাবর ২ হাজার ৫ শত এর বেশি শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দাও’, ‘সারা দেশে অফলাইন বুয়েট কেন অনলাইন’, ‘অনলাইনে বন্দী থাকব না’ সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, বর্তমানে বুয়েটের ৮০ শতাংশের বেশি সংখ্যক শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছে। এই সংখ্যাটি আরও বড়, কেননা নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বিআইআইএসের মাধ্যমে নিজের ভ্যাক্সিনেশনের অবস্থা জানাতে পারেনি। বুয়েটের প্রায় সকল শিক্ষার্থীই এখন অন্তত এক ডোজ ভ্যাকসিন প্রাপ্ত।
শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতোই অনেক শিক্ষার্থী ক্লাস করতে চাইবে না। তাই যত দ্রুত সম্ভব হল খুলে দিতে হবে এবং ক্লাস শুরু করতে হবে।
এ ছাড়া হল খোলার স্বার্থে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া বাকি থাকে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা ২ হাজার ৫শ এর বেশি শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষরের মাধ্যমে তাঁদের মতামত নিয়েছি। সবাই হল খুলে তারপর সেমিস্টার শুরুর ব্যাপারে একমত হয়েছেন। আমরা স্মারকলিপি দিয়েছি, আশা করি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। আমরা সহজ পন্থায় চেষ্টা করছি, কিন্তু দাবি না মানা হলে কঠোর আন্দোলনেও যাব।
উন্নত শিক্ষাব্যবস্থা, প্রযুক্তি ও গবেষণার জন্য জার্মানি শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের দেশ। জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে টিউশন ফি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি পাওয়ার সুযোগ দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে...
২ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউসিএলএএন) একমাত্র অংশীদার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ইউকে ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি
১৪ ঘণ্টা আগেআকর্ষণীয় ছাড়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি চলছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ভর্তি চলবে। এ সময়ে শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভার ছাড়াও অতিরিক্ত ৫-১০ শতাংশ (সর্বোচ্চ ৫৮ হাজার টাকা) ছাড়ে স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হতে পারবেন। গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে—
১৫ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গবেষণা সহকারী, প্রদর্শকসহ চারটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে একদল চাকরিপ্রার্থী। আজ মঙ্গলবার সকালে মাউশি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে