প্রতিনিধি, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০ তম সিন্ডিকেটে 'গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে' এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ এবং অভিজ্ঞতার সনদে 'টু রেজিস্ট্রার' না লেখায় আরেক শিক্ষকের পদোন্নতি স্থগিত করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
সাংবাদিক সংগঠনগুলো বিবৃতিতে গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া গণমাধ্যমের তথ্যদাতা খোঁজাকে অগণতান্ত্রিক এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে উল্লেখ করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তদন্তকাজে মাহবুবুল হক ভূঁইয়ার কল রেকর্ড সংগ্রহ করার বিষয়ে তাঁদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী ছাড়া অন্য কেউ কল রেকর্ড সংগ্রহ করতে পারে না।
অন্যদিকে, একই বিভাগের আরেক শিক্ষক কাজী আনিছকে ৭৯ তম সিন্ডিকেটে পদোন্নতি দিয়ে ৮০ তম সিন্ডিকেটে আবার তা স্থগিত করার ঘটনাকে সংগঠনগুলো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত ও শিক্ষা ব্যবস্থার অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া এ ঘটনা সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট করছে বলেও উল্লেখ করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এ পর্যন্ত এই ঘটনায় বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতিসহ আরও বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এ ঘটনায় বিবৃতি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন ছাড়াও এ ঘটনায় বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০ তম সিন্ডিকেটে 'গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে' এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ এবং অভিজ্ঞতার সনদে 'টু রেজিস্ট্রার' না লেখায় আরেক শিক্ষকের পদোন্নতি স্থগিত করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
সাংবাদিক সংগঠনগুলো বিবৃতিতে গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া গণমাধ্যমের তথ্যদাতা খোঁজাকে অগণতান্ত্রিক এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে উল্লেখ করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তদন্তকাজে মাহবুবুল হক ভূঁইয়ার কল রেকর্ড সংগ্রহ করার বিষয়ে তাঁদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী ছাড়া অন্য কেউ কল রেকর্ড সংগ্রহ করতে পারে না।
অন্যদিকে, একই বিভাগের আরেক শিক্ষক কাজী আনিছকে ৭৯ তম সিন্ডিকেটে পদোন্নতি দিয়ে ৮০ তম সিন্ডিকেটে আবার তা স্থগিত করার ঘটনাকে সংগঠনগুলো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত ও শিক্ষা ব্যবস্থার অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া এ ঘটনা সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট করছে বলেও উল্লেখ করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এ পর্যন্ত এই ঘটনায় বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতিসহ আরও বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এ ঘটনায় বিবৃতি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন ছাড়াও এ ঘটনায় বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।
উপমহাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ঢাকা কলেজ। ১৮৪১ সালের ২০ নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। ২০ নভেম্বর কলেজটি ১৮৪তম বছরে পদার্পণ করবে। ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের প্রত্যাশার
১১ মিনিট আগেআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে কমলালেবুর মতো বড় যে গোল বিল্ডিংটি দেখা যায়, তার নাম সি বিল্ডিং। এখানেই রয়েছে চোখধাঁধানো এক লাইব্রেরি। এ বিল্ডিংয়ে প্রবেশের পর প্রথমে চোখ পড়বে ইতালীয় রেনেসাঁ যুগের চিত্রশিল্পী রাফায়েলের চিত্র ‘দ্য স্কুল অব এথেন্স’।
২৪ মিনিট আগে‘সেরা’ বিষয়টি সব সময় ভালো অনুভূতি দেয়। শিক্ষার্থীরাও তাই ভবিষ্যতে সফল হতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান স্বাভাবিকভাবে। আমেরিকা বা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে পিছিয়ে নেই এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো।
২৯ মিনিট আগে‘স্বদেশি স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ স্লোগান ধারণ করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল ২০১১ সালে। এরপর ২০১২ সালের ১৪ এপ্রিল প্রথম প্রযোজনা মঞ্চায়িত হয় ‘বউ’ নাটকের মাধ্যমে।
৪১ মিনিট আগে