আসিফ শিশির
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ১৪ নভেম্বর থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনই যেহেতু পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট পাঁচটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া হবে।
সেগুলি হলো: অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ; অধ্যায়-২: গতি; অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা; অধ্যায়-৮: আলোর প্রতিফলন এবং অধ্যায়-১১: চলতড়িৎ। বহুনির্বাচনি প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হবে। বহুনির্বাচনির পর সৃজনশীল লিখিত পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে কোনো বাড়তি সময় থাকবে না।
পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার জন্য মোট সময় পাবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ১৫ মিনিট ও পরবর্তী সময়ে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট সময় থাকবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের পাঁচটি অধ্যায়ই রিভাইস দিয়ে রাখবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকতে পারে।
বহুনির্বাচনি পরীক্ষায় ২৫টি প্রশ্ন থেকে তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। তুলনামূলক সহজ ও পরিচিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সব কটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেওয়া যেতে পারে।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। এ জন্য সময় পাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রশ্ন পেয়ে শুরুতেই সব প্রশ্ন উদ্দীপকসহ ভালোভাবে দেখে নিতে হবে। সেখান থেকে তুলনামূলক সহজ ও পরিচিত ২টি প্রশ্ন বাছাই করবে। কখনোই অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড এবং টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্ন রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। এই শেষ মুহূর্ত এসে নতুন ও জটিল প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। লেখার সময় কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে।
খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না। কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস দিতে হবে। কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা নিয়ে টেনশন না করে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ১৪ নভেম্বর থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনই যেহেতু পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট পাঁচটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া হবে।
সেগুলি হলো: অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ; অধ্যায়-২: গতি; অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা; অধ্যায়-৮: আলোর প্রতিফলন এবং অধ্যায়-১১: চলতড়িৎ। বহুনির্বাচনি প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হবে। বহুনির্বাচনির পর সৃজনশীল লিখিত পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে কোনো বাড়তি সময় থাকবে না।
পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার জন্য মোট সময় পাবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ১৫ মিনিট ও পরবর্তী সময়ে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট সময় থাকবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের পাঁচটি অধ্যায়ই রিভাইস দিয়ে রাখবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকতে পারে।
বহুনির্বাচনি পরীক্ষায় ২৫টি প্রশ্ন থেকে তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। তুলনামূলক সহজ ও পরিচিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সব কটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেওয়া যেতে পারে।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। এ জন্য সময় পাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রশ্ন পেয়ে শুরুতেই সব প্রশ্ন উদ্দীপকসহ ভালোভাবে দেখে নিতে হবে। সেখান থেকে তুলনামূলক সহজ ও পরিচিত ২টি প্রশ্ন বাছাই করবে। কখনোই অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড এবং টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্ন রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। এই শেষ মুহূর্ত এসে নতুন ও জটিল প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। লেখার সময় কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে।
খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না। কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস দিতে হবে। কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা নিয়ে টেনশন না করে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে যেভাবে সহজতর করে তুলছে, সেখানে বই পড়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। এখন বই পড়ার জন্য পৃষ্ঠা ওল্টানোর প্রয়োজন নেই। অডিওবুকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনকভাবে করতে পারছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯ তম সম্মেলনে (কপ ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা
১৪ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৭ ঘণ্টা আগে