খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাকেরহাটে নির্মাণাধীন কইনাডুবি ব্রিজের মোড়ে প্রতারণার সময় তাঁদের আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কিনতে আসেন দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আব্দুল হান্নান। প্রতারণার স্বীকার বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘পুলিশ সদস্যকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এই প্রতারক চক্রকে ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।’
দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাকেরহাটে নির্মাণাধীন কইনাডুবি ব্রিজের মোড়ে প্রতারণার সময় তাঁদের আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কিনতে আসেন দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আব্দুল হান্নান। প্রতারণার স্বীকার বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘পুলিশ সদস্যকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এই প্রতারক চক্রকে ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৩ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৩ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৩ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৭ দিন আগে