ঠাকুরগাঁও প্রতিনিধি
যাত্রীকে নির্যাতনের পর এ নিয়ে কথা বললে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে রেলওয়ের পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ বিষয়ে কাউকে কিছু জানালে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, দাবি যাত্রীর। অভিযোগটি ওঠে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী যাত্রীর নাম করিম বাদশা।
তবে সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের শুধু দু-একটি চড়-থাপ্পড় দিয়েছেন বলে জানান।
ভুক্তভোগী মোহাম্মদ করিম বাদশা বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনে চেপে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার চেয়ারের সামনে একটি বাড়তি চেয়ার এনে একজন যাত্রীকে বসান ওই পুলিশ কর্মকর্তা। ১০-১৫ মিনিট পর রেলওয়ের একটি ফ্যান গ্রুপে ওই চেয়ারসহ দুটি ছবি পোস্ট করি। এর ৩০ মিনিট পর সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আমার কাছে এসে বাসার ঠিকানা জানতে চান। এরপর তিনি জোর করে ট্রেনের ক্যানটিনে নিয়ে যান। সেখানে দরজা লাগিয়ে দিয়ে হাত থেকে ফোনটি কেড়ে নেন। পরে তোলা ছবি ও ফেসবুক পোস্টে দেওয়া ছবিগুলো ডিলেট করে দেন।’
করিম বাদশা আরও বলেন, ‘শহিদুল ইসলামসহ রেলওয়ে পুলিশের অন্য সদস্যরা জানতে চান ছবিগুলো কেন পোস্ট করলাম। তখন তাঁদের বলি, সেখানে অতিরিক্ত চেয়ার বসানো অনিয়ম ও দৃষ্টিকটু। এ কারণে ছবিগুলো পোস্ট করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন রেলওয়ে পুলিশ সদস্য আমাকে পেটাতে থাকেন। পরে তাঁরা ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর ভাঙা ফোনসহ আমাকে সিটে পাঠিয়ে দেন। সিটে বসার পরও কয়েক দফা হুমকি দেন। এএসআই শহিদুল কিছুক্ষণ পরপর এসেছেন আর বলেছেন, ঘটনাটি যেন কাউকে না জানাই। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে মাদকের মামলায় কোর্টে চালান করে দেওয়াসহ ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন। পরে শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে তাঁরা নেমে যান। এ সময় নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সব নাম-ঠিকানা নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে যাবজ্জীবন কারাদণ্ডের সব ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে অভিযোগ জানাতে ঠাকুরগাঁও সদর থানায় গেলে বিষয়টি রেলওয়ে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিতে বলা হয় বলে জানান করিম বাদশা।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্বপরিচিত এক কলেজশিক্ষককে একটি বাড়তি চেয়ার এনে বসতে দিই। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে করিম বাদশা নামের ওই যাত্রীর কাছে পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়। পরে একটু রাগারাগি করে মাথার ওপর দু-একটি চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি। অন্য সব অভিযোগরর বিষয়ে সে মিথ্যাচার করছে।’
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ভুক্তভোগী ওই যাত্রী লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীকে নির্যাতনের পর এ নিয়ে কথা বললে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে রেলওয়ের পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ বিষয়ে কাউকে কিছু জানালে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, দাবি যাত্রীর। অভিযোগটি ওঠে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী যাত্রীর নাম করিম বাদশা।
তবে সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের শুধু দু-একটি চড়-থাপ্পড় দিয়েছেন বলে জানান।
ভুক্তভোগী মোহাম্মদ করিম বাদশা বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনে চেপে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার চেয়ারের সামনে একটি বাড়তি চেয়ার এনে একজন যাত্রীকে বসান ওই পুলিশ কর্মকর্তা। ১০-১৫ মিনিট পর রেলওয়ের একটি ফ্যান গ্রুপে ওই চেয়ারসহ দুটি ছবি পোস্ট করি। এর ৩০ মিনিট পর সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আমার কাছে এসে বাসার ঠিকানা জানতে চান। এরপর তিনি জোর করে ট্রেনের ক্যানটিনে নিয়ে যান। সেখানে দরজা লাগিয়ে দিয়ে হাত থেকে ফোনটি কেড়ে নেন। পরে তোলা ছবি ও ফেসবুক পোস্টে দেওয়া ছবিগুলো ডিলেট করে দেন।’
করিম বাদশা আরও বলেন, ‘শহিদুল ইসলামসহ রেলওয়ে পুলিশের অন্য সদস্যরা জানতে চান ছবিগুলো কেন পোস্ট করলাম। তখন তাঁদের বলি, সেখানে অতিরিক্ত চেয়ার বসানো অনিয়ম ও দৃষ্টিকটু। এ কারণে ছবিগুলো পোস্ট করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন রেলওয়ে পুলিশ সদস্য আমাকে পেটাতে থাকেন। পরে তাঁরা ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর ভাঙা ফোনসহ আমাকে সিটে পাঠিয়ে দেন। সিটে বসার পরও কয়েক দফা হুমকি দেন। এএসআই শহিদুল কিছুক্ষণ পরপর এসেছেন আর বলেছেন, ঘটনাটি যেন কাউকে না জানাই। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে মাদকের মামলায় কোর্টে চালান করে দেওয়াসহ ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন। পরে শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে তাঁরা নেমে যান। এ সময় নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সব নাম-ঠিকানা নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে যাবজ্জীবন কারাদণ্ডের সব ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে অভিযোগ জানাতে ঠাকুরগাঁও সদর থানায় গেলে বিষয়টি রেলওয়ে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিতে বলা হয় বলে জানান করিম বাদশা।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্বপরিচিত এক কলেজশিক্ষককে একটি বাড়তি চেয়ার এনে বসতে দিই। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে করিম বাদশা নামের ওই যাত্রীর কাছে পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়। পরে একটু রাগারাগি করে মাথার ওপর দু-একটি চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি। অন্য সব অভিযোগরর বিষয়ে সে মিথ্যাচার করছে।’
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ভুক্তভোগী ওই যাত্রী লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৫ দিন আগে